দীর্ঘ বিরতির পর অভিনয় ও পরিচালনায় ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। এর রচয়িতা, পরিচালক এবং অন্যতম অভিনেতা তিনি নিজেই।
গত ২১ জুন থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশে নাটকটির শুটিং শুরু হয়েছে, যা চলবে ৩ জুলাই পর্যন্ত। ২৬ পর্বের এই নাটকের কাহিনি আবর্তিত হয়েছে সমাজ ও মানুষের মনস্তত্ত্ব ঘিরে।
তৌকীর আহমেদ বলেন, “অনেক বছর পর আবার ধারাবাহিক নাটকে অভিনয় করছি। যেহেতু নিজের লেখা, চরিত্রটি ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি।”
এর আগে ‘রূপালি জোছনায়’, ‘শঙ্খবাস’, ‘চন্দ্রমগ্ন’, ‘জোছনাকাল’, ‘জলপরী’সহ একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।
‘ধূসর প্রজাপতি’ নাটকে আরো অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, শ্যামল মাওলা, আইশা খান, মীর রাব্বি, তানজিকা আমিন, সাবিনা আজাদ ও তনুশ্রী দত্ত।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ক র আহম দ
এছাড়াও পড়ুন:
সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের। এমন এক সময়ে তিনি তা শুরু করছেন, যখন বাংলাদেশ দাঁড়িয়ে কঠিন এক বাস্তবতার সামনে। ওয়ানডেতে সর্বশেষ ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই সংস্করণে র্যাঙ্কিংয়ের দশে নেমে গেছে।
এই অবস্থায় বাংলাদেশ আছে একটা শঙ্কাতেও—২০২৭ সালের মার্চের ৩১ তারিখের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আটের ভেতর না থাকলে তাঁদের খেলতে হবে বাছাইপর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল আর বাছাইপর্ব থেকে ৬টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া আগামী আসরে খেলবে মোট ১৪টি দল।
ওয়ানডে অধিনায়কত্ব শুরুর আগে মিরাজের আপাতত মনোযোগ সরাসরি বিশ্বকাপ খেলার দিকেই, ‘আমরা এখন যে স্টেজে আছি, আমাদের লক্ষ্য এটাই থাকবে, আমরা যেন সরাসরি বিশ্বকাপ খেলতে পারি। তার জন্য আমাদের অনেক ম্যাচ ও সিরিজ জিততে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ