চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে থানা ঘেরাও করেছেন সংগঠনটির শত শত কর্মী। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন তারা।
বুধবার (২ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বর্তমানে থানার পাশে অবস্থান করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শত শত নেতাকর্মী।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানিয়েছেন, বুধবার সকাল ১০টা থেকে পটিয়া থানার সামনে কয়েকশ মানুষ বিক্ষোভে করছেন। থানা চত্বরে শান্তিপূর্ণভাবে পুলিশের অবস্থান অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় উপস্থিত হয়ে তারা ওই নেতাকে গ্রেপ্তার দেখানোর দাবি জানান। একপর্যায়ে আটক নেতাকে থানা চত্বরে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত ১০ জন আহত হন।
এর প্রতিক্রিয়ায় বুধবার সকালে পটিয়া থানার সামনে জড়ো হন আন্দোলনকারীরা। তারা থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেছেন, “মঙ্গলবার রাতে একজনকে থানায় এনে গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়। এ সময় থানায় বিশৃঙ্খলার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। পরের দিন সকাল থেকে কিছু ছাত্র থানা চত্বরে অবস্থান নেন। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেজন্য পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে।”
পুলিশে ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেসি ফিরলেন, গোল করলেন, দলও জেতালেন
পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি।
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন, গোল করিয়েছেনও। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে নামান দ্বিতীয়ার্ধে।
প্রথমার্ধের শেষ দিকে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি। ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে ৮৪তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল।
এরপর ম্যাচের ৮৯তম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি। তাঁর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।
এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে।
মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।