নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৪নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ৪ জুলাই ) বিকেল শহরের নন্দিপাড়ায় শেরে বাংলা প্রাইমারি স্কুলে ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহম্মেদ, রাশিদা জামাল, মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর  যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি,১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স সদস য

এছাড়াও পড়ুন:

তারেক রহমানকে অনুপ্রেরণা ও মানসিক শক্তি দিয়েছেন ডাঃ জোবায়দা রহমান : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ওয়ান-ইলেভেনের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্মম নির্যাতনের শিকার হন এবং প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকেও তিনি বিএনপিকে সংগঠিত রেখেছেন। 

এই পুরো সময়ে ডা. জোবায়দা রহমান সবসময় তাকে অনুপ্রেরণা ও মানসিক শক্তি দিয়েছেন। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এবং ডাঃ জোবায়দা রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের জম্মদিন উপলক্ষে দোয়া ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

শুক্রবার (৪ জুলাই) সকাল এগারোটায় বন্দর স্কুল ঘাটের সামনে বন্দর থানা যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাঝে মাস্ক বিতরণ করা হয়। 

তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি করবে তাদেরকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন। কোন অবস্থাতেই বিএনপির বদনাম করা যাবে না।

আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্যে দলের প্রার্থী দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের সকলের দাবি জানাতে হবে। আমরা কোন ব্যবসায়ী ও সুবিধাবাদী শিল্পপতিদেরকে চাই না।

ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি'র ক্ষমতায় আসলে বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি সদর - বন্দরের ব্রীজ নির্মাণ করা হবে। 

বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল বেপারী, ২২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী সোহাগ, যুবদল নেতা জনি খন্দকার, শেখ হারুন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
  • ভারতীয় নাগরিক নয়, খুনি হাসিনাকে পুশব্যাক করুন : সানি
  • শহীদদের স্মরনে পথ শিশুদের মাঝে জামায়াতে ইসলামী খাবার বিতরণ
  • ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • অসুস্থ মুকুলকে দেখতে গেলেন জামায়াতে নেতা মাও. মঈনুদ্দিন আহমাদ
  • ইসলামী আন্দোলন নেতা মামুনের উপর হামলা : মহানগর বিএনপির নিন্দা 
  • বন্দরে জামায়াতে ইসলামীর নির্বাচনী আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 
  • অসুস্থ ট্রাকচালক তোফাজ্জলের পাশে নারায়ণগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন
  • তারেক রহমানকে অনুপ্রেরণা ও মানসিক শক্তি দিয়েছেন ডাঃ জোবায়দা রহমান : সাখাওয়াত