আপনি রোগী নন, তাহলে হাসপাতালে কেন? আপনি ও আপনার মতো মানুষ হাসপাতালে ভিড় করার ফলে কোনো রোগীর বিন্দুমাত্র কোনো লাভ হয়েছে? আপনি কোনো রোগীকে সুস্থ করে তুলতে পেরেছেন? পারেননি। আপনি কোনো রোগীকে বাঁচাতে পেরেছেন? পারেননি। তাহলে আপনি হাসপাতালে কেন?

দগ্ধ শিশুরা, শিক্ষার্থীরা আগুনে ঝলসে গেছে। অনেকে মারা গেছে। অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসকদের ভাষায় কারও শরীর ১০০, কারও ৯০, কারও ৭০ শতাংশ পুড়ে গেছে। কারও পুড়েছে ৫০ শতাংশ। এদের ক্ষতকে বলা হয় ‘ওপেন উন্ড’ বা খোলা ক্ষত।

অত্যন্ত স্পর্শকাতর এই রোগীরা। খুব সহজেই এঁরা সংক্রমণের শিকার হন। এমন রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যেখানে যুদ্ধ করছেন, সেই যুদ্ধক্ষেত্রে আপনার কী কাজ? আপনি একবারও ভেবেছেন, আপনার উপস্থিতি মানেই সংক্রমণ বেড়ে যাওয়া।

আপনি যে–ই হোন, আপনি জানেন না আপনার সীমা কত দূর, অধিকার কতটুকু। আপনি হতে পারেন উপদেষ্টা (অতীতের মন্ত্রী সমতুল্য), আমলা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্রনেতা অথবা সমাজের গুরুত্বপূর্ণ কোনো মানুষ। দেশ, সমাজ, রাষ্ট্রে আপনাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু জরুরি রোগীর চিকিৎসায় আপনার কী ভূমিকা আছে?

আমরা দেখলাম, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগদ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পর দেখতে ভিড় করেছেন উপদেষ্টা, রাজনীতিবিদ ও তাঁদের অনুসারী, উৎসুক জনতা এবং সাংবাদিক ও ইউটিউবাররা। তাঁদের ভিড়ে রোগীদের আনা–নেওয়া ও চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছিল। একপর্যায়ে হাসপাতাল থেকে তাঁদের বের করে দেওয়ার দাবিও ওঠে।

বার্ন ইনস্টিটিউট ছাড়া অন্য হাসপাতালেও ভিড় করেন বহু লোক।

একজন উপদেষ্টা বা একজন রাজনৈতিক দলের নেতা যখন হাসপাতালে যান, তখন তো আপনি একা যান না। আপনার সঙ্গে থাকে আরও অনেকে। এই অনেককে নিয়ে যখন হাসপাতালে ঢোকেন, তখন আপনাদের সঙ্গে যুক্ত হন সাংবাদিকেরা। হাসপাতালে কী পরিস্থিতির সৃষ্টি হয়—নিজেরা একবারও টেলিভিশনের পর্দায় দেখেছেন? অথবা নিজেরা কখনো ভেবেছেন?

আগুনে পোড়া রোগীদের ‘পোস্ট বার্ন সেপসিস’ হতে দেখা দেয়। এটি আর কিছু নয়, এটি সংক্রমণ সমস্যা। আপনার হাতে–পায়ে, আপনার জামাকাপড়ে জীবাণু থাকতে পারে। আপনি যখন হাসপাতালে যান তখন আপনি সঙ্গে করে রোগজীবাণু নিয়ে যান। আপনার কি একবারও মনে হয়েছে, আপনি ও আপনার সঙ্গে যাঁরা হাসপাতালে ঢুকলেন, তাঁরা কী নিয়ে ঢুকলেন?

বাংলাদেশের হাসপাতালগুলোতে সংক্রমণের একটি বড় উৎস আপনার মতো বহিরাগতরা। আপনারা শুধু সংক্রণের জন্য দায়ী, তা নয়। আপনারা জরুরি কাজের বাধাও বটে।

জরুরি রোগীদের চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আপনি হাসপাতালে হাজির হন। আপনার উপস্থিতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বা ব্যবস্থাপকেরা আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আপনি আইসিইউতে ঢোকেন, হাসপাতাল ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলেন, সবশেষে পরিচালকের কক্ষে বসেন চা পানের জন্য। আপনি যদি না যেতেন, ব্যবস্থাপকেরা সময়টুকু রোগীর জন্য ব্যয় করতেন।

প্রশ্ন হচ্ছে, সাংবাদিকেরা কি হাসপাতালে ঢুকতে পারবেন? ঢুকলে কত দূর যেতে পারবেন? তাঁরা কি আইসিইউর মধ্যেও ঢুকতে পারবেন? এবার প্রশ্ন উঠতে পারে, সাংবাদিকেরা কি রোগীর বিছানার ওপর দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন? এর অধিকাংশ উত্তর হবে না–সূচক।

সাংবাদিকেরাও সংক্রমণ নিয়ে হাসপাতালে ঢোকেন, সাংবাদিকেরাও চিকিৎসায় ব্যাঘাত ঘটান। সাংবাদিকদের মোক্ষম যুক্তি হচ্ছে, মন্ত্রী–মিনিস্টার উপদেষ্টা বা আমলারা বা রাজনৈতিক নেতারা ঢুকতে পারলে সাংবাদিকের কী দোষ। অবাঞ্ছিত অন্য সবার ঢোকা বন্ধ হলে সাংবাদিকের ঢোকাও বন্ধ হবে। যুক্তি পরিষ্কার।

অবশ্য সাংবাদিকদের জন্য অবাধ তথ্যপ্রবাহ রাখতে হবে। নিয়মিত তথ্য জানাতে হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দ্রুত ও নিয়মিত দিতে হবে।

আবেগ আর চোখে পানি নিয়ে মা–বাবা, ভাই–বোন বা আত্মীয়স্বজন ভিড় জমান হাসপাতালে। একজন রোগীর জন্য কত বেশিসংখ্যক স্বজন হাসপাতালে আসা সম্ভব, কোনো কোনো ক্ষেত্রে যেন তার প্রতিযোগিতা চলে। অন্যদের মতো আত্মীয়স্বজনেরা স্বাস্থ্যবিধি মানেন না। তাঁরাও প্রত্যেকে রোগীর কাছে যেতে চান, যত বেশি কাছে যাওয়া সম্ভব। রোগীর সঙ্গে কথা বলতে চান, যত বেশি কথা বলা সম্ভব। রোগীকে ছুঁয়ে দেখতে চান, রোগীর শয্যায় উঠে বসেন। দল বেঁধে রেখে আসেন সংক্রমণ।

জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালের তিনজন চিকিৎসক আজ মঙ্গলবার দুপুরে এই লেখককে বলেছেন, সংক্রমণ এড়ানো জরুরি। সবার প্রতি অনুরোধ জানিয়ে তাঁরা বলেছেন, হাসপাতালে অপ্রয়োজনীয় মানুষ যত কম আসবেন, রোগীর জন্য তত ভালো।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট স ক রমণ র জন য প রব ন র জন ত আপন র

এছাড়াও পড়ুন:

নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে একটি বহুতল অফিসে বন্দুক হামলায় নিহত হয়েছেন নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। জানা গেছে, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী ছিলেন। খবর রয়টার্সের।

নিহত কর্মকর্তা দিদরুল ইসলামকে একজন ‘বীর বাংলাদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ বর্ণনা করেছেন নিউ ইয়র্কের মেয়র এবং নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তারা বলেছেন, ওই কর্মকর্তা নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের জীবন রক্ষা করেছিলেন।

সোমবার ম্যানহাটনের মিডটাউন অফিস টাওয়ারের ভেতরে এক বন্দুকধারী হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) সহ চারজনকে হত্যা করে। হামলাকারী পরবর্তীতে আত্মহত্যা করেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আরো পড়ুন:

পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “ভয়াবহ একটি বন্দুক সহিংসতার ঘটনায় আমরা চারটি প্রাণ হারিয়েছি, যার মধ্যে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের একজন সদস্য ‘অফিসার ইসলাম’ রয়েছেন। 

অ্যাডামস জানান, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।

মেয়র বলেন, “হামলার সময় অফিসার ইসলাম অন্যদের জীবন রক্ষা করছিলেন, তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। তিনি এই শহরকে ভালোবাসতেন এবং আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন যে, তিনি একজন সৎ মানুষ ও ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি ছিলেন।”

মেয়র আরো জানিয়েছেন, সোমবার রাতে তিনি অফিসর ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেছেন। 

মেয়র আরো বলেন, “আমি তাদেরকে বলেছি, অফিসার ইসলাম একজন একজন বীর এবং আমরা তার ত্যাগের প্রশংসা করি।”

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে জানান, অফিসার ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

পুলিশ কমিশনার বলেন, “অফিসার ইসলাম নিজেকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন, তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ
  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো