গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
Published: 24th, July 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই দিনব্যাপী ‘৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা - ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জুলাই গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ মেলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাশফাকুর রহমান। মেলার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.
মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন: অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, আইসিটি বিভাগ, বুয়েট, অধ্যাপক ড. ফারজানা আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর, অঋঊঅঐজউ ও ইউনিসেফ লিডারশিপ প্রোগ্রামের ট্রেইনার, অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
মেলায় প্রথম স্থান অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। দ্বিতীয় স্থান অধিকার করে এম.এ. স্বপন ইসলামিক মডেল স্কুল, যারা ঝসধৎঃ ঝপযড়ড়ষ ও ঝঃঁফবহঃ অংংরংঃধহঃ অও জঙইঙঞ শীর্ষক দুটি প্রকল্প উপস্থাপন করে।
এই প্রকল্পগুলোর নেতৃত্ব দেন বিজ্ঞান শিক্ষক মুহাম্মদ আল-আমিন। ছয় সদস্যের দলের নেতৃত্বে ছিলেন মো: তাসফিক আহমেদ, অন্য সদস্যরা হলেন রাইয়ান শেখ, ঈশান মাহমুদ, ইয়ামিন হোসেন, মো: তামিম ও সালমান আহমেদ সিয়াম।
প্রতিষ্ঠানটির সভাপতি এস.এম. আসলাম এবং প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলাম প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ক ল কল জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ য় সউদ দ ন অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল।