পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্যে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলসীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ জুলাই) দুপুরে অধ্যাপকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, জওহরলাল বসাক তুলসী বাড়িতে একাই থাকেন। রবিবার দুপুরে তিনি বাজার থেকে বাড়িতে প্রবেশ করলে পূর্ব থেকে বাড়িতে অবস্থান করা দুই দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে বাড়িতে থাকা আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে চলে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় আলমারিতে থাকা একটি মোবাইল নিয়ে যায় তারা।

আরো পড়ুন:

মাদারীপুরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা

সচিবালয়ে হামলার মামলায় গ্রেপ্তার ৪

এ বিষয়ে জানতে চাইলে জওহরলাল বসাক তুলসী বলেন,‌‌ ‘‘আমি যখন বাসায় প্রবেশ করি, দুই জন এসে আমার মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। পরে বাড়ির সবকিছু তছনছ করে। একটি মোবাইল ছাড়া তারা কিছুই পায়নি।’’

দুর্বৃত্তরা মুখোশ পড়া ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘না।’’

আহত অধ্যাপক জওহরলাল বসাক তুলসী কোনো অভিযোগ করবেন না জানিয়ে বলেন, ‘‘আমি পুলিশ দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজি না। আমার পুলিশ দরকার নেই।’’ এ সময় সাংবাদিকদের প্রতিবেদন করতেও নিষেধ করেন তিনি।

প্রতিবেশীরা বলেন, তিনি হয়তো দুর্বৃত্তদের চিনতে পেরেছেন। তাই ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশ আহত অধ্যাপকের বাড়িতে যায়।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘দুই ছিনতাইকারী অধ্যাপক জওহরলাল বসাক তুলসীর বাসায় প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে বাসার আসবাবপত্র তছনছ করে একটি মোবাইল নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এ ঘটনায় তিনি এখনো অভিযোগ দেননি।’’

ঢাকা/শাহীন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ব ত তর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ