খোদ ইসরায়েলিরা তাদের দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে
Published: 30th, July 2025 GMT
গাজায় দুর্ভিক্ষের ভয়াবহতা দেখে ক্ষুব্ধ খোদ ইসরায়েলিরা। এবার ইসরায়েলের উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির শিক্ষাবিদ, শিল্পী এবং বুদ্ধিজীবীদের একটি দল।
গার্ডিয়ানকে লেখা একটি চিঠিতে স্বাক্ষরকারী ৩১ জনের মধ্যে রয়েছেন একাডেমি পুরস্কারপ্রাপ্ত ইউভাল আব্রাহাম, ইসরায়েলি অ্যাটর্নি জেনারেল মাইকেল বেন-ইয়াইর, ইসরায়েলের সংসদের সাবেক স্পিকার ও ইহুদি সংস্থার সাবেক প্রধান আব্রাহাম বার্গ, চিত্রশিল্পী মিশাল না’আমান; পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা রায়ানান আলেকজান্দ্রোইচ.
কবিতা, বিজ্ঞান, সাংবাদিকতা এবং শিক্ষা জগতের জগত থেকে আসা এই চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে ‘গাজার জনগণকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এবং লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক অপসারণের’ অভিযোগ আনা হয়েছে।
এতে বলা হয়েছে, “এই নৃশংস অভিযান শেষ না করা এবং স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন না করা পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”
এই চিঠিটি ইসরায়েলের নিষ্পাপ সমালোচনা এবং কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনুমোদনের আহ্বান জানানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। কারণ আহ্বান জানানো ব্যক্তিরা এমন একটি দেশের নাগরিক যেখানে রাজনীতিবিদরা এই ধরনের পদক্ষেপের পক্ষে কথা বলা ব্যক্তিদের লক্ষ্য করে আইন প্রণয়ন করেছেন।
সোমবার দুটি সুপরিচিত ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী বি’তসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল প্রথমবারের মতো গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ নীতি পরিচালনা করছে বলে মূল্যায়ন করে প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইহুদি সম্প্রদায় সংস্কার আন্দোলন জানিয়েছে, গাজার ছড়িয়ে পড়া দুর্ভিক্ষের জন্য ইসরায়েলি সরকার ‘দায়ী।’
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহ ব ন জ ন ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট