১৬ বছরে সর্বনিম্ন পাসের হার নিয়েও দেশসেরা রাজশাহী শিক্ষা বোর্ড
Published: 10th, July 2025 GMT
রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। তা সত্ত্বেও ৭৭ দশমিক ৬৩ শতাংশ পাসের হার নিয়ে দেশ সেরা হয়েছে শিক্ষা বোর্ডটি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন অধ্যাপক আ ন ম মোফাখাখারুল ইসলাম। তিনি বলেন, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩২৭ জন। গত বছর এটি ছিল ২৮ হাজার ৭৪ জন। এবার বোর্ডটিতে শূন্য পাস করা কোনো প্রতিষ্ঠান নেই। পাসের হারে তুলনামূলকভাবে মেয়েরা এগিয়ে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৯ সাল থেকে এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়তে থাকে। ওই বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৪১ শতাংশ। পরের বছর সেটি দাঁড়ায় ৮৫ দশমিক ৬১ শতাংশে। এর পর থেকে আর পাসের হার কখনো ৮০ শতাংশের নিচে নামেনি। বেশির ভাগ ফলাফলে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করে। এর মধ্যে ২০১১ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ২৩, ২০১২ সালে পাসের হার ৮৮ দশমিক ৩৩, ২০১৩ সালে ৯৪ দশমিক শূন্য ৩, ২০১৪ সালে ৯৬ দশমিক ৩৪, ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭, ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০, ২০১৮ সালে ৮২ দশমিক শূন্য ৭, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ এবং সর্বশেষ ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, ঢাকা শিক্ষা বোর্ডে ৬৭ দশমিক ৫১, কুমিল্লা বোর্ডে ৬৩ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৭৩ দশমিক ৬৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ, দিনাজপুরে ৬৭ দশমিক শূন্য ৩ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ।
পরীক্ষার ফল নিয়ে সন্তোষ প্রকাশ করে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, যারা পরিশ্রম করে পড়াশোনা করেছে, তারাই ভালো ফলাফল করেছে। যে ফলাফল এসেছে, এটিই প্রকৃত শিক্ষাব্যবস্থার অবস্থা। এখানে কারও কোনো ম্যানিপুলেশন ছিল না। পাসের হার কম হোক, এ ধরনের কোনো নির্দেশনাও ছিল না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দশম ক শ ন য ফল ফল
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে ৪ বিদ্যালয়ে পাস করেনি কেউ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া চারটি বিদ্যালয়ের শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে, যার ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ জন ও দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়য়ের ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় জেলার শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “নলছিটিতে চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেই বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে এবং ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/অলোক/এস