বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিতে যাওয়া মারিয়া পাস করেছেন
Published: 10th, July 2025 GMT
পরীক্ষার দিন ভোরে বাবা মারা যান। সেই কঠিন মুহূর্তেও মনকে শক্ত করে বাবার মরদেহ বাড়ি রেখেই পরীক্ষাকেন্দ্রে যান মারিয়া আক্তার। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে তিনি পাস করেছেন।
মারিয়া আক্তার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩. ৮৩ পেয়েছেন। তবে আশানুরূপ ফল না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া। ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। ওইদিনই ছিল তার এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যু শোক সামলে পরীক্ষায় অংশ নেওয়ার মারিয়া আক্তারের সেই দুঃসাহসিক সিদ্ধান্ত অনেকের কাছে অনুকরণীয়।
মারিয়া বলেন, বাবা সবসময় চাইতেন আমি মানুষ হই। তিনি স্বপ্ন দেখতেন আমাকে একজন ডাক্তার হিসেবে দেখতে। বাবার মুখটা মনে করে চোখের জল নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই খুব কষ্ট লাগছে।
মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ বলেন, ভাই মারা যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছিল মারিয়া। আমরা সাহস দিয়েছি, পাশে থেকেছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই রেজাল্ট দিয়ে আমরা তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করাতে চাই। আশা করছি, এইচএসসিতে সে আরও ভালো করবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে