গানের মঞ্চ পেরিয়ে সিনেমায় দুই তারকা
Published: 10th, July 2025 GMT
বর্তমান সময়ের দুই সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার রহমান। এবার এই দুই তারকাকে দেখা যাবে রুপালি পর্দায়! প্রথমবারের মতো একসঙ্গে দুজন অভিনয় করেছেন শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’তে।
নির্মাতা জানান, দুই বছর আগে এই প্রজেক্টটি হাতে নেওয়ার পরিকল্পনা ছিল, তবে নানা কারণে শুটিং পিছিয়ে যায়। অবশেষে কোরবানির ঈদের আগে সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
প্রীতম ও জেফারের অনস্ক্রিন রসায়ন নিয়ে আশাবাদী শিহাব শাহীন বলেন, “প্রীতম আগেও অভিনয় করেছে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর পারফরমেন্স চমৎকার ছিল। আর জেফারও খুব মনোযোগী ও আন্তরিকভাবে কাজ করেছে। তাদের মধ্যে দারুণ কমেডি রসায়ন তৈরি হয়েছে।’’
তবে গল্প সম্পর্কে আপাতত মুখ খুলতে নারাজ এই নির্মাতা। বলেন, “গল্পটা আলাদা ধাঁচের। আগেভাগে কিছু বলতে চাই না, দর্শকের জন্য একটু চমক থাকুক। তবে এটুকু বলতে পারি— এটি শুধুই হাসির সিনেমা নয়, এতে বন্ধুত্ব, সম্পর্ক আর জীবনের স্পর্শও পাওয়া যাবে।”
‘তুমি আমি শুধু’ কবে মুক্তি পাচ্ছে, তা শিগগিরই ঘোষণা করবেন নির্মাতা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘সুখী’ অ্যাপের জন্য ছয়টি ভিন্নধর্মী বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন শিহাব শাহীন, যেখানে অভিনয় করেছেন মিথিলা, দীঘি, রুকাইয়া চমক, নাসির উদ্দিন খান, ইমন ও ইরফান সাজ্জাদ।
ঢাকা/রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১ হাজার ১০৭ কর্মকর্তা এবং ফরেন সার্ভিসের ২৪৬ কর্মকর্তা। এ ছাড়া এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৩ হাজার সদস্যকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হবে। এর মধ্যে মন্ত্রণালয়ের চাকরিচ্যুত করা কর্মীদের পাশাপাশি যাঁরা স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন, তাঁরাও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২২ এপ্রিলে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে দপ্তরটি অভ্যন্তরীণ কার্যক্রম সুশৃঙ্খল করছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়া যায়।’
যেসব ফরেন সার্ভিস কর্মকর্তাকে শুক্রবার জনবল হ্রাসের নোটিশ দেওয়া হবে, তাঁদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর তাঁদের চাকরি মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর চাকরিচ্যুত হওয়া অধিকাংশ সিভিল সার্ভিস কর্মকর্তাকে প্রথমে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এরপর তাঁদের ছাঁটাই কার্যকর হবে।