আমরা সৌভাগ্যবান মুক্তির এই দিন দেখতে পেয়েছি: ফারুকী
Published: 5th, August 2025 GMT
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। গণ-অভ্যত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও সেই ধারাবাহিকতা অব্যহত রাখেন। পরবর্তীতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান এই গুণী নির্মাতা।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যত্থানের মুখে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তি। এ উপলক্ষে নিজের ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন ফারুকী।
গতকাল দিবাগত রাতে এক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “৩৬ জুলাইয়ের চাঁদরাত পার হয়ে কালকে আমরা প্রবেশ করব ‘দ্বিতীয় স্বাধীনতার’ সেই দিনে। আমরা সৌভাগ্যবান মুক্তির এই দিনটা দেখতে পেয়েছি। কতভাবেই তো মানুষ চলে যায়। করোনা-হাসিনা পার হয়ে যে এই দিনটা দেখলাম—এটা সৌভাগ্যই বটে।”
আরো পড়ুন:
‘এত বড় আন্দোলনের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য বিরাট পাওয়া’
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে স্টার সিনেপ্লেক্স
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদে শ্রদ্ধা জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “মনে পড়ছে বাংলাদেশের সাহসী মা-বাবা আর তাদের সন্তানদের। যারা দেশকে মুক্ত করে নিজেরা চলে গেছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা। আমাদের জীবদ্দশায় এর চেয়ে বড় কিছু আমরা দেখি নাই। আলহামদুলিল্লাহ। কালকে দেখা হবে মানিক মিয়া এভিনিউতে।”
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আরেকটি স্ট্যাটাস দেন মোস্তফা সরয়ার ফারুকী। তাতে তিনি বলেন, “রিকশা চালকরা চিৎকার করে বলছে, ‘দেশ স্বাধীন হইছে।’ তরুণরা বলছে, ‘আমাদের বিজয় দিবস।’ শত শত মানুষ বলছে, ‘স্বাধীন হইলাম।’ হাসিনা পালানোর পর পথে পথে ঘুরে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া রেকর্ড করেছেন শাকুর মজিদ। ভিডিও দেখার লিংক কমেন্টে।”
প্রশ্ন ছুড়ে দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আচ্ছা, এই মানুষদের তো কেউ শিখাইয়া দেয় নাই; তাহলে তারা কি করে বুঝলো তারা পরাধীন? কি করে বুঝলো তারা স্বাধীন? তারা যেটা বুঝলো, কতিপয় পিএইচডিওয়ালারা বুঝতে পারল না কেন? তাদের পিএইচডি মন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বুঝতে পারছে না কেন?”
পরামর্শ দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “মাস্টার মশাই, থিওরি নয়, কান পাতেন গিয়ে ওই দিনের উচ্ছ্বসিত মানুষদের বুকে। দেখবেন গুম-খুন-নিজ দেশে পরাধীন থাকার অপমানের বিরুদ্ধে জিকির হচ্ছিল তাদের বুকে। আর স্পন্দিত হচ্ছিল আবরার ফাহাদ। এই একটা নামের দেয়ালের নিচে চাপা পড়ে গেছে ফ্যাসিবাদ আর আগ্রাসনবাদ।”
“আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ দেখে। আজকে সারাদিন মানিক মিয়াতে আমাদের সাথে আবরার ফাহাদ থাকবে, হাজার শহীদেরা থাকবে। আর থাকবে জালেমমুক্ত হওয়ার আনন্দ। শোনো মহাজন, আমরা অনেকজন।” বলেন মোস্তফা সরয়ার ফারুকী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র গণঅভ য ত থ ন সরয় র ফ র ক এই দ ন
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।