জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ফল সেমিস্টার-২০২৫ সেশনে ভর্তি এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন—এই তিনটি শাখার পড়াশোনার সমন্বয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম উচ্চতর স্নাতকোত্তর প্রোগ্রাম।

যোগ্যতা লাগবে—

# যেকোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর (পাস কোর্স)।
যা শেখানো হবে কোর্সটিতে—
১.

প্রমিত ও শুদ্ধ বাংলার মৌল সূত্র,
২. বাচন ও লেখার কৌশল,
৩. সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ-উপযোগী লেখা,
৪. দাপ্তরিক পরিসরে শুদ্ধ বাংলার ব্যবহার পদ্ধতি লেখা,
৫. ভাষাবিজ্ঞান ও সংস্কৃতি অধ্যয়ন,
৬. গবেষণা রীতি পদ্ধতি,
৭. বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষাদান পদ্ধতি।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

জেনে নিন কোর্সের বিশেষত্ব—

১. দক্ষ গবেষক ও শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে কোর্স,
২. ক্লাস হবে শুক্র ও শনিবার,
৩. প্রযুক্তির সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ,
৪. বিরল ও বিপুল বইসংবলিত গ্রন্থাগার,
৫. গবেষণা-সহায়ক কর্মপরিবেশ,
৬. ব্যবহারিক কাজের মাধ্যমে শেখার সুযোগ,
৭. রয়েছে অংশগ্রহণমূলক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবেশ।

কোর্সে আবেদনের তারিখ—

১. আবেদন ফরম জমার শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট শুক্রবার, সকাল ১০টা।
৩. পরিচিতিমূলক ক্লাস হবে: ২৯ আগস্ট ২০২৫।
৪. ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনইন্দোনেশিয়ায় বৃত্তিতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিতে পড়াশোনার সুযোগ৫ ঘণ্টা আগেআরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ০৪ আগস্ট ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগস ট ২০২৫

এছাড়াও পড়ুন:

দুই পদে নিয়োগ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, সর্বনিম্ন বেতন ২ লাখ

দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আবেদন করতে হবে ৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে।

পদের নাম ও বিবরণ

১. সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি/নিউরোলজি/নেফ্রোলজি/ইউরোলজি/বক্ষব্যাধি/ইন্টারনাল মেডিসিন)

যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। বিশেষ যোগ্যতা: ১। এমডি ২। এফসিপিএস ৩। এমআরসিপি ৪। এমএস

অভিজ্ঞতা: সিনিয়র কনসালট্যান্ট পদে নূন্যতম ৪ বছরের অভিজ্ঞতা।

বেতন-ভাতা: সর্বনিম্ন ৩,০০,০০০ টাকা

আরও পড়ুনবাংলাদেশ বিমানে চাকরি, নেবে ৪৬ কর্মী৫ ঘণ্টা আগে

২. কনসালট্যান্ট (কার্ডিওলজি/নিউরোলজি/নেফ্রোলজি/ইউরোলজি/বক্ষব্যাধি/ইন্টারনাল মেডিসিন)

যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত।

বিশেষ যোগ্যতা: ১। এমডি ২। এফসিপিএস ৩। ডি-কার্ড ৪। ডিটিসিডি ৫। এমআরসিপি ৬। এমসিপিএস

বেতন-ভাতা: সর্বনিম্ন ২,০০,০০০ টাকা।

আবদনের নিয়মাবলি

১. সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের অনুলিপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় সব সনদে মূল কপি দেখাতে হবে।

২. সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজাঝির দীঘির উত্তর পাড়, ফেনী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, ১৮–২৬ বছরে আবেদন, মেলে হাতখরচও ৫ ঘণ্টা আগেআবেদন ফি

১০০ টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়

৫ অক্টোবর ২০২৫

আরও পড়ুনএ সপ্তাহে (১২ থেকে ১৮ সেপ্টেম্বর) সেরা সরকারি চাকরি, পদ ৪ হাজার১৯ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দিনে ২০০ টাকা ভাতা, সুযোগ পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (২২ সেপ্টেম্বর ২০২৫)
  • মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জাবি প্রশাসনের
  • আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • পৃথিবীর কাছাকাছি কক্ষপথে নতুন কোয়াসি চাঁদের সন্ধান
  • কলেজে শিক্ষা কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত
  • সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬–এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড
  • দুই পদে নিয়োগ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, সর্বনিম্ন বেতন ২ লাখ
  • চোরাই গরু-ছাগল ভর্তি ট্রাক ফেলে পালিয়েছে চোর চক্র
  • ফুল ফান্ডেড স্কলারশিপসহ অক্সফোর্ডে পিএইচডির সুযোগ জাবি ছাত্রীর