‘তাঁর কথা শুনলেই মন প্রশান্তিতে ভরে যেত’
Published: 6th, November 2025 GMT
আলী যাকের ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী। বাংলাদেশে তিনি নবনাট্য আন্দোলনের অগ্রণীদের অন্যতম। ঢাকায় দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়নের তিনি পথিকৃৎ। অভিনয় ও নির্দেশনায় তিনি যোগ করেছেন নতুন মাত্রা। সাংস্কৃতিক অঙ্গনে রেখেছেন সাফল্যের পরিচয়। আজ এই গুণী অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তির জন্মদিন। তিনি ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন।
আলী যাকেরের হাত ধরে উঠে এসেছেন বহু মুখ। তাঁরা এখন নাট্য অঙ্গনে প্রতিষ্ঠিত। তাঁদের মধ্যে একজন অভিনেতা রওনক হাসান। তিনি গুরু ও প্রিয় মানুষকে নিয়ে আজ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল একজন মানুষ। যিনি একাই ছিলেন একটি প্রতিষ্ঠান। যার আশেপাশে চুপচাপ বসে থেকে তাঁর কথা শুনলেই মন প্রশান্তিতে ভরে যেত।’
আলী যাকেরের সঙ্গে রওনক হাসান। ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এক কাপ কফি খাও, তারপর লিখতে বসো—মতি ভাই বললেন
‘অতর্কিতেই আকাশ আনল
বিদ্যুৎময় আলোকচিত্র
নতুন একটা কবিতা পড়তে
উঠে দাঁড়ালেন অরুণ মিত্র।’—কবির সুমন
যখন মোবাইল ফোনের চার্জ কমে আসে, আপনি কী করেন? চার্জ দেন। যখন আপনার মনের চার্জ কমে আসে, আপনি কী করেন? আমি কী করি, আপনাকে বলি। আমি সাইফুল সামিনকে দেখি। আমাদের সহকর্মী, বন্ধু, তরুণতর সাইফুল ইসলাম ওরফে সাইফুল সামিন। এখন সামিনের বয়স ৪০ ছুঁয়েছে। সাইফুল সামিন প্রথম আলোয় এবার অন্যতম সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন। সাইফুল সামিন আজ থেকে ১৭ বছর আগে ছিলেন একজন তরুণ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র। প্রথম আলোর ঢাকায় থাকি পাতায় প্রদায়ক হিসেবে লিখতেন। খবর সংগ্রহ করতেই গিয়েছিলেন তেজগাঁও রেলস্টেশনে। দুর্ভাগ্যক্রমে ট্রেনের নিচে তাঁর দুই পা চলে যায়, প্রায় কোমরের কাছাকাছি জায়গা থেকে তাঁর দুটো পা কাটা পড়ে। সেই সাইফুল সামিন বেঁচে যান। প্রথম আলো তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর দুটো কৃত্রিম পায়ের তহবিল জোগাড়ের জন্য ক্যাম্পেইন শুরু করে। প্রথম আলো তাতে হাত মেলায়। অনেকের সহযোগিতায় কৃত্রিম পা নিয়ে উঠে দাঁড়ান সাইফুল সামিন।
সাইফুল অন্য যেকোনো সাংবাদিকের মতো নিয়মিত আসেন প্রথম আলোয়। একজন সহকারী নিয়োগ দিয়ে রেখেছেন তিনি, তাঁকে চলাচলে সাহায্য করার জন্য। তিনি ৫ মিনিট দেরিও করতে চান না। কারও চেয়ে কম কাজও করেন না। তিনি যে আমাদের সেরা কর্মীর পুরস্কার পাবেন, তাতে আর আশ্চর্য কী!
সেরা কর্মীদের একজন সাইফুল সামিন