গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১২ আগস্ট
Published: 7th, August 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে প্রথম এবং ৩০ জুন, ২০২৫ তারিখে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘কাস্টিং কল’ না প্রতিযোগিতা? চুপিসারে হওয়া মিস ইউনিভার্স বাংলাদেশ বিতর্কে
মিস ইউনিভার্স বাংলাদেশ ভেরিফায়েড ফেসবুক পেজে ‘কাস্টিং কল’–এর ঘোষণা দেয়। ১৫ সেপ্টেম্বর সেই ঘোষণার চার দিনের মাথায় অনুষ্ঠিত হয় চূড়ান্ত আয়োজন। আগের আসরের মতো সেই অর্থে ছিল না প্রচারণা, তাই এবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে জানা গেল, বিজয়ীর মুকুট পেয়েছেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। কিন্তু আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফ্যাশন অঙ্গনের মানুষেরাও কথা বলছেন। একই আয়োজনে দ্বিতীয়বার মিথিলার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আয়োজকেরা পরিষ্কার করেছেন তাঁদের অবস্থান। মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম জানিয়েছেন, মিস ইউনিভার্স কর্তৃপক্ষের দিকনির্দেশনা মেনে তাঁরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ নির্বাচিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা