৯ মাসে লোকসান থেকে মুনাফায় কাট্টালি টেক্সটাইল
Published: 7th, August 2025 GMT
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১২.
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.১৩) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
আরো পড়ুন:
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন
৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার
তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৫২) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.০৭ টাকা। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫০ টাকা।
ঢাকা/এনটি/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ স ব বছর র
এছাড়াও পড়ুন:
অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট
জুলাই গণ-অভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগকে সম্মান জানাতে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্টের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টের আয়োজন করা হয়। চলে রাত ১১টা পর্যন্ত।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করে। কনসার্টে ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সন্ধি, সভ্যতা, লেভেল ফাইভ, রকসল্ট, ইডেনস গার্ডেনসহ আরও অনেকে গান পরিবেশন করে।
আয়োজন নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধন্যবাদ প্রাপ্য, আমার কাছে মনে হয়েছে সঠিকভাবে হয়তো তাঁদেরকে এটা প্রদান করা হয়নি। সেই জায়গা থেকে তাঁদের শিক্ষক হিসেবে, তাঁদের সহযোদ্ধা হিসেবে আজকে এই অনুষ্ঠানটা আমার তরফ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।’
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস নাভিদ প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যারা ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে অবদান রেখেছিল, তাদের অবদানকে স্মরণে রেখে আমাদের শিক্ষক ববি হাজ্জাজ স্যার এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটি তাঁর পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য একটি উপহার। সে জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’