ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ আল–খালদি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, খালদি ছিলেন স্থানীয় ফ্রিল্যান্সার সাংবাদিক। তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন গাজার আল–শিফা হাসপাতালের চিকিৎসকেরা।

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্যদের সঙ্গে খালদিও নিহত হন। ওই হামলায় আল–জাজিরার পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন নিহত হন বলে জানিয়েছে গণমাধ্যমটি।

আল–জাজিরার নিহত সংবাদকর্মীরা হলেন আনাস আল–শরিফ, মোহাম্মদ কুরেইকেহ এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আল–শরিফকে নিশানা করেই এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের অভিযোগ, ‘হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান ছিলেন শরিফ।’

ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ‘কস্টস অব ওয়ার’ প্রকল্পের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত এককভাবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হামাস পরিচালিত গাজা সরকারের গণমাধ্যম অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলেছে, গাজা সংঘাতে অন্তত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুনইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে কী লিখে গেছেন সাংবাদিক শরীফ৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব দ ক ন হত ইসর য় ল

এছাড়াও পড়ুন:

জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা

অবশেষে প্রকাশ্যে এল এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক। গত শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘বাহুবলী’ নির্মাতা উন্মোচন করলেন তাঁর নতুন ছবির নাম, টিজার ও পোস্টার। বহুল প্রতীক্ষিত এ ছবির নাম ‘বারাণসী’। ছবিতে জুটি বাঁধছেন দক্ষিণি সুপারস্টার মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া। খল চরিত্রে থাকছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। পাশাপাশি দর্শকদের সামনে তুলে ধরা হয় মহেশ বাবুর প্রথম লুক। পর্দায় বারাণসীর জমকালো পোস্টার ভেসে উঠতেই মুহূর্তে পুরো প্রেক্ষাগৃহে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। জনসমুদ্র, আতশবাজির ঝলকানি, অগণিত মানুষের আবেগ-ভালোবাসা আর দেশ-বিদেশের গণমাধ্যমের উপস্থিতি—সব মিলিয়ে এটি হয়ে ওঠে উৎসবের রাত। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ হাজারের বেশি মানুষ।

প্রিয়াঙ্কার অভিষেক
‘বারাণসী’র মাধ্যমে তেলেগু ছবির জগতে পা রাখছেন প্রিয়াঙ্কা। এদিনের জমকালো আয়োজনে একরাশ উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, ‘আজকের দিনটি একদম অন্য রকম। ভক্তদের ভালোবাসাই আমাদের এখানে নিয়ে এসেছে। ভারত থেকে শুরু করে সারা বিশ্বের মিডিয়া—সবাইকে জানাই ধন্যবাদ। এই দেশে সিনেমা সত্যিই উৎসবের মতো উদ্‌যাপিত হয়।’

‘বারাণসী’র প্রথম ঝলকে মহেশ বাবু। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ