আরও ৪ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের খাইশি গ্রুপ
Published: 12th, August 2025 GMT
চীনের তৈরি পোশাক প্রতিষ্ঠান খাইশি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি মোট ৪০ দশমিক ৫ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে। সেখানে প্রতিষ্ঠানটি লিনজেরি (অন্তর্বাস) ও সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে।
নতুন এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৮০ লাখ জোড়া লিনজেরি ও আন্ডারগার্মেন্টস তৈরি করবে। এর সঙ্গে দুই কোটি জোড়া ব্রা ফোম ও কাপ উৎপাদন করবে। এর ফলে প্রতিষ্ঠানটিতে মোট ৩ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য গতকাল সোমবার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে খাইশি গ্রুপ। রাজধানীর গ্রিন রোডের বেপজা কার্যালয়ে সংস্থার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো.
এর আগে ২০২২ সালের নভেম্বরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে খাইশির প্রথম প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। সেখানে তারা ৬০ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুন মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। খাইশির ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে দুটি কারখানায় মোট ৬ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডসহ এ পর্যন্ত মোট ৪৫টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর বলেন, ‘খাইশি গ্রুপের নতুন এই বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। বাণিজ্যিক কার্যক্রম শুরু করার ১৪ মাসের মধ্যে আবারও বিদেশি এই প্রতিষ্ঠানের বিনিয়োগের সিদ্ধান্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে আস্থার কারণে হয়েছে।’
খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে কাজ করা কর্মীদের বেশির ভাগ বেপজা অঞ্চলের দূরদূরান্ত থেকে আসছেন। যার ফলে শ্রমিকদের উপস্থিতিতে দেরি হচ্ছে। এই চ্যালেঞ্জের মধ্যেও আমরা বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতি আস্থা রাখছি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ন য় গ কর গ র ম ন টস
এছাড়াও পড়ুন:
আশুলিয়ায় মসলা ভর্তি পিকআপে আগুন
সাভারের আশুলিয়ায় একটি পিকআপ ভ্যানে থাকা মসলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। আগুনে রসুন ও পেঁয়াজ পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সোমবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে বগাবাড়ী এলাকার সড়কের পাশে মসলা ভর্তি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে বাসায় চলে যান চালক। ভোরে পিকআপে ভ্যানে থাকা মসলায় আগুন লাগে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
আরো পড়ুন:
টঙ্গীতে আগুনে পুড়ল বস্তার গুদাম
কেরানীগঞ্জে থানার সামনে থাকা লেগুনায় আগুন
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই। দ্রুতই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আশাপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ জানা যায়নি।”
ঢাকা/সাব্বির/মাসুদ