চীনের তৈরি পোশাক প্রতিষ্ঠান খাইশি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি মোট ৪০ দশমিক ৫ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে। সেখানে প্রতিষ্ঠানটি লিনজেরি (অন্তর্বাস) ও সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে।

নতুন এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৮০ লাখ জোড়া লিনজেরি ও আন্ডারগার্মেন্টস তৈরি করবে। এর সঙ্গে দুই কোটি জোড়া ব্রা ফোম ও কাপ উৎপাদন করবে। এর ফলে প্রতিষ্ঠানটিতে মোট ৩ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য গতকাল সোমবার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে খাইশি গ্রুপ। রাজধানীর গ্রিন রোডের বেপজা কার্যালয়ে সংস্থার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো.

আশরাফুল কবীর এবং খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এর আগে ২০২২ সালের নভেম্বরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে খাইশির প্রথম প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। সেখানে তারা ৬০ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুন মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। খাইশির ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে দুটি কারখানায় মোট ৬ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডসহ এ পর্যন্ত মোট ৪৫টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর বলেন, ‘খাইশি গ্রুপের নতুন এই বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। বাণিজ্যিক কার্যক্রম শুরু করার ১৪ মাসের মধ্যে আবারও বিদেশি এই প্রতিষ্ঠানের বিনিয়োগের সিদ্ধান্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে আস্থার কারণে হয়েছে।’

খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে কাজ করা কর্মীদের বেশির ভাগ বেপজা অঞ্চলের দূরদূরান্ত থেকে আসছেন। যার ফলে শ্রমিকদের উপস্থিতিতে দেরি হচ্ছে। এই চ্যালেঞ্জের মধ্যেও আমরা বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতি আস্থা রাখছি।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন য় গ কর গ র ম ন টস

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ