ফুটবলে অধিনায়কের দেখা মেলে বিশেষ দুটি সময়ে—কিক অফ বাঁশি বাজার আগে পার্শ্ব নির্ধারণের টসে আর শিরোপা জয়ের পর অতিথির কাছ থেকে সেটি বুঝে নেওয়ার মুহূর্তে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কিংবা ম্যাচ টাইব্রেকারে গেলে কোন গোল পোস্টে শুট হবে...এমন কিছু ক্ষেত্রেও তাঁদের ভূমিকা রাখতে দেখা যায়।

শুক্রবার শুরু হতে যাওয়া ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোতে এবার অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে কারও কারও। কেউ কেউ আবার আগে থেকেই দলের বাহুবন্ধনী পরে আসছেন। সাফল্যে, ঐতিহ্যে আলোচনায় থাকা তেমনই কিছু শীর্ষস্থানীয় ক্লাবের এবারের অধিনায়কদের দিকে চোখ বোলানো যাক।

রিয়াল মাদ্রিদ: দানি কারভাহাল

লুকা মদরিচ ক্লাব ছেড়ে যাওয়ার পর এবার নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১৩ সাল থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা দানি কারভাহালকে দেওয়া হয়েছে দায়িত্ব। নতুন মৌসুমে রিয়ালের অধিনায়কদের তালিকায় কারভাহালের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ফেদে ভালভের্দে। এ ছাড়া বিকল্প অধিনায়ক হিসেবে আরও আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও থিবো কোর্তোয়া।

রিয়াল মাদ্রিদের নতুন অধিনায়ক দাবি কারভাহাল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ