জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

গতকাল ১৮তম জন্মদিন ছিল ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। এই দিনেই তাঁকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

আর্জেন্টিনার এই ‘বিস্ময় বালক’কে গত জুনে রিভার প্লেট থেকে কিনেছে রিয়াল। তখন জানা গিয়েছিল, চুক্তিটি ৬ কোটি ৩২ লাখ ইউরোর—ট্রান্সফার ফির হিসাবে আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে মাস্তানতুয়োনোই সবচেয়ে দামি! তাঁর সঙ্গে চুক্তি ছয় বছরের। রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো।

আরও পড়ুনআর্জেন্টিনার নতুন ‘মাস্তানের’ শরীর রিয়ালে, চোখ ২০২৬ বিশ্বকাপে১৬ জুলাই ২০২৫

লা লিগার ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে ১৮ বছর বয়স হওয়ার অপেক্ষায় ছিলেন মাস্তানতুয়োনো। গতকাল সে অপেক্ষা ঘুচে যাওয়ায় রিয়ালও দেরি করেনি। তাদের অনুশীলন গ্রাউন্ড ভালদেবেবাসে আর্জেন্টাইন এই ‘মাস্তানের’ সঙ্গে ছয় বছরের চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে রিয়াল, অর্থাৎ চুক্তিপত্রে সই করেছেন মাস্তানতুয়োনো। এর আগে তাঁর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর ৩০ নম্বর জার্সি হাতে ক্যামেরার সামনে দাঁড়ান মাস্তানতুয়োনো। এরপর কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছ থেকে জার্সি বুঝে নিচ্ছেন মাস্তানতুয়োনো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ম স ত নত য় ন আর জ ন ট

এছাড়াও পড়ুন:

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুই ম্যাচ, অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে আর

দুই মাসের বিরতির পর সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে আবার মাঠে ফিরবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইতোমধ্যেই লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেরা সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে দুটি ম্যাচ। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরে অ্যাওয়ে ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষের এই লড়াই বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ।

তবে এখানেই থেমে থাকতে চাইছে না লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইপর্ব শেষ হলেও ফিফা উইন্ডোর সুযোগ কাজে লাগিয়ে শুরু করবে বিশ্ব সফর। এর প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্র। অক্টোবরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে শিকাগো ও নিউ জার্সিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুল জানিয়েছেন, সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

অক্টোবরের যুক্তরাষ্ট্র সফরের পর নভেম্বর উইন্ডোতে আফ্রিকা ও এশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আফ্রিকার অ্যাঙ্গোলায় মুখোমুখি হবে স্বাগতিকদের সঙ্গে, আর এশিয়া সফরে কাতারের মাঠে খেলবে স্বাগতিক কাতারের বিপক্ষে।

আরো পড়ুন:

সাফ শিরোপার মিশনে ভুটান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল

চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এখন পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে লাতিন অঞ্চলের শীর্ষস্থান। এমনকি শেষ দুই ম্যাচে হারলেও তাদের অবস্থান বদলাবে না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ