আর্জেন্টাইন প্লেমেকার ফ্রাঙ্কো মাস্তুানতুয়ানোকে গতকাল নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিভার প্লেট থেকে গত জুনে কিনলেও তাঁর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিল মাদ্রিদের ক্লাবটি। গতকাল মাস্তানতুয়ানোর ১৮তম জন্মদিনেই তাঁকে সই করানোর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুনরিয়ালের ‘মাস্তান’ বললেন, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়১ ঘণ্টা আগে

মাস্তানতুয়ানোর আগে সর্বশেষ যে আর্জেন্টাইনকে সই করিয়েছিল রিয়াল, তিনি আনহেল দি মারিয়া। ২০১০ সালে তাঁকে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে উড়িয়ে আনে রিয়াল। ২০২৪ সালে রিয়ালের মূল দলে খেলা সর্বশেষ আর্জেন্টাইন নিকোলাস পাজ। এই অ্যাটাকিং মিডফিল্ডার রিয়ালের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন। উইঙ্গার ফ্রান্সেসিকো ফেউলাসিয়েরও তাই। রিয়ালের বয়সভিত্তিক দল থেকে ২০১৭ সালে মূল দলে সুযোগ পান এই আর্জেন্টাইন।

প্রশ্ন হলো, রিয়ালে এখন পর্যন্ত কতজন আর্জেন্টাইন ফুটবলার খেলেছেন?

প্রথম আলো গ্রাফিকস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ