চোরাই গরু-ছাগল ভর্তি ট্রাক ফেলে পালিয়েছে চোর চক্র
Published: 21st, September 2025 GMT
রাস্তার পাশে খাদে পড়ে আটকে পড়ায় চোরাই গরু ও ছাগল ভর্তি একটি মিনি ট্রাক ফেলেই পালিয়ে গেছে চোর চক্র।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার খলিফা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ তিনটি চোরাই গরু ও একটি ছাগলসহ ট্রাকটি জব্দ করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্নস্থানে বেশ কিছুদিন ধরে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকার গরুর খামারি ও মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার ভোরে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি গরু ও একটি ছাগল চুরি করে মিনি ট্রাক ভর্তি করে নেওয়ার পথে রাস্তা ভাঙা হওয়ার কারণে মিনি ট্রাকটি খলিফা মার্কেটের সামনে খাদে পড়ে আটকে যায়। এসময় উপায়ান্তুর না পেয়ে ট্রাক ভর্তি গরু রেখে পালিয়ে যায় চোর চক্র।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, “আগে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতে এলাকায় টহল দিত। যে কারণে পুরো ইউনিয়নে চুরির কোন ঘটনাই ছিল না। বর্তমানে সেই টহল না থাকায় প্রায় প্রতি রাতেই এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড লেগেই রয়েছে।”
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকালে ট্রাকসহ তিনটি গরু এবং একটি ছাগল জব্দ করা হয়েছে। ট্রাকের মালিকের পরিচয় সনাক্ত করে পুরো চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা/পলাশ/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাবির সহকারী অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা
টিভি অনুষ্ঠানে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে মামলাটি করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলী আদালতে মামলাটি হয়। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি মামলাটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী।
আরো পড়ুন:
দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের
আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, “আদালতে আমরা ভিডিও ক্লিপসহ সব প্রমাণাদি উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত মামলাটি প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন।”
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজি টেলিভিশনের টকশো টাইম লাইন বাংলাদেশে কাজি জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ড. নাহরিন ইসলাম খান বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, ৫ আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের ওপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহূর্তেই নাহরিন খানের টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “গত (২৫ অক্টোবর) গাজি টেলিভিশনের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান মানহানিকর বক্তব্য দিয়েছে এবং জামায়াতকে নিয়ে বাজে মন্তব্য করায় সিরাজগঞ্জ আমলী আদালতে মানহানির মামলা করেছি।
ঢাকা/অদিত্য/মাসুদ