পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাড়িতে মারা যায় সে। মোতালেব সোহেল প্যাদার ছেলে।
আরো পড়ুন:
নদী থেকে শিশুর লাশ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মৃত্যু বলে ধারণা পুলিশের
হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.
এলাকাবাসী জানান, আজ দুপুর ১২টার দিকে মোতালেব ও তার বড় বোন মরিয়ম (৭) বাড়ির উঠানে খেলা করছিল। এসময় মরিয়ম মোতালেবকে কলা খাওয়াতে যায়। আস্ত কলা মোতালেবের গলায় আটকে যায়। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাউফল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত
নেত্রকোণায় বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোণায় এই দুর্ঘটনা ঘটে।
ইয়াসিন মিয়া ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা সাগরিকা নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোণা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালক ইয়াসিন মারা যান।
ওসি বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইবাদ/রাজীব