যাত্রাবাড়ীতে নাতির শিলের আঘাতে নানির মৃত্যু
Published: 21st, September 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে নাতির শিলের আঘাতে হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। এ ঘটনায় নাতি সাজেদুল হক সাজুকে (৩২) স্থানীয় লোকজন ধরে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাসিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ছে।
মৃতার ভাতিজা আশরাফ আলী জানান, হাসিনা বেগমের স্বামী নুরুল ইসলাম ২০ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। তিনি ধলপুরে একাই বসবাস করতেন এবং অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
তিনি আরও জানান, সাজেদুল হক সাজু বেকার। সে হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তাদের মধ্যে নানি-নাতির সম্পর্ক তৈরি হয়। শনিবার সকালে সাজু হঠাৎ ঘরে ঢুকে দরজা আটকে শিল দিয়ে হাসিনার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে সাজেদুলকে ধরে পুলিশের সোপর্দ করে। পরে সে হত্যার কথা স্বীকার করে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘‘আমারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং সাজেদুলকে আটক করে নিয়ে এসেছি। প্রাথমিক তদন্তে জানা যায়, সাজেদুল হক সাজু একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর কারণ এখনো জানা যায়নি।’’
ঢাকা/বুলবুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত
নেত্রকোণায় বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোণায় এই দুর্ঘটনা ঘটে।
ইয়াসিন মিয়া ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা সাগরিকা নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোণা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালক ইয়াসিন মারা যান।
ওসি বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইবাদ/রাজীব