ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
Published: 21st, September 2025 GMT
ঠাকুরগাঁওয়ে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার হাজীপাড়া মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।
আরো পড়ুন:
খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪০
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ও হাসিবুলকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল জব্দ করা হয়।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার আলম বলে, ‘‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।’’
ঢাকা/হিমেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক ঠ ক রগ
এছাড়াও পড়ুন:
মুন্সিগঞ্জের গণমাধ্যমকর্মী বন্দরে ছিনতাইকারির কবলে, আটক ১
মুন্সিগঞ্জের এক গণমাধ্যমকর্মীকে পিটিয়ে তার সর্বস্ব লুট করার সময় স্থানীয় জনতা রানা (২৪) নামে ছিনতাইকারীকে গনপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত রানা বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার রতন মিয়ার ছেলে।
আটককৃতকে বুধবার (৫ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২(১০)২৫ নং চুরি মামলায় ওই ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের হাজীপুর এলাকা থেকে ওই ছিনতাইকারি আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।
পুলিশের তথ্যসূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের এক গণমাধ্যম কর্মীকে বেদম ভাবে মারপিট করে তার সর্বস্ব লুট করার সময় স্থানীয় জনতা চিৎকারের শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে রানা নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ব্যাপারে ভূক্তভোগী গনমাধ্যম কর্মী সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থাগ্রহন না করায় পুলিশ আটককৃতকে বন্দর থানার দায়েরকৃত মোটরসাইকেল চুরি মামলায় আদালতে প্রেরণ করে।
এলাকাবাসী জানিয়েছে, বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের হাজীপুর ও হান্ডুরব্রীজ এলাকায় ছিনতাইকারীদের আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতি রাতে উল্লেখিত স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার ওসি লিয়াকত আলী জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।