ঠাকুরগাঁওয়ে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার হাজীপাড়া মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।

আরো পড়ুন:

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪০

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ও হাসিবুলকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল জব্দ করা হয়।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার আলম বলে, ‘‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।’’

ঢাকা/হিমেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক ঠ ক রগ

এছাড়াও পড়ুন:

বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে আটক ৪  

বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো বন্দর উপজেলার বাঙ্গালবাড়ী এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ২ ছেলে মোতালেব (৫৩) ও তার ছোট ভাই মোশারফ (৫০) একই থানার দেউলী চৌরাপাড়া এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪) ও একই এলাকার সুবহান মিয়ার ছেলে সোহেল (৩৯)। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে আটক ৪