সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় কোম্পানির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯০০ শ্রমিক অংশ নেন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলেও প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুবিধা না দিয়ে কোম্পানি কর্তৃপক্ষ নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন, “২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে।

সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেওয়ার পাশাপাশি নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি করছি।”

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি অহিদুজ্জামান নবাব বলেন, “শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই ও সার্টিফিকেট বাতিলসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

অভিযোগের বিষয়ে নির্বাহী পরিচালক আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

তবে মদিনা মেরিটাইমের স্পেশাল অডিটর মাসুম সৈকত বলেন, “শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। আমি তাদের সঙ্গে একমত। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ইনল্যান্ড মাস্টার মোহাম্মদ রিয়াদ, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, সুজন, আক্তার হোসেনসহ প্রায় ৯০০ শ্রমিক।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে উক্ত রায়ে শুকরিয়া আদায় করছি।”

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে একটা দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন। শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে।”

আরো পড়ুন:

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায়ের খবর

রায় প্রত্যাখ্যান নিষিদ্ধ আওয়ামী লীগের

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত নিবন্ধ