বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুইটি কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত শ্রমিকরা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। বর্তমানে তারা সড়কের পাশে অবস্থান করছেন।

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ঝালকাঠিতে লাইসেন্স ইস্যুতে চলছে অটোরিকশা ধর্মঘট

আন্দোলনরত শ্রমিকরা জানান, সিইপিজেডে অবস্থিত নাসা গ্রুপের দুইটি কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত। শ্রমিকদের বেতন বকেয়া রেখে  মালিক আগামী ১ অক্টোবর থেকে কারখানা দুইটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ কারণে শ্রমিকরা সড়কে নেমে কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “নাসা গ্রুপের দুইটি কারখানা বন্ধের ঘোষণার প্রেক্ষিতে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ফলে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল ব্যহত হয় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে শ্রমিকদের বুঝিয়ে প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বকেয়া বেতন আদায়ের ব্যাপারে কারখানার মালিক পক্ষের সাথে আলোচনা চলছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সেনা পাবলিক স্কুল ও কলেজশিক্ষকসহ ৭টি পদে নিয়োগ

সাভার সেনানিবাসের সেনা পাবলিক স্কুল ও কলেজশিক্ষকসহ সাতটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ২৩ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. সহকারী শিক্ষক, ইংরেজি

পদসংখ্যা: ০২ (পুরুষ-০১, মহিলা-০১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে।

বেতন গ্রেড: দশম

আরও পড়ুনবিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার?৫ ঘণ্টা আগে

২. অফিস সুপারিনটেনডেন্ট

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শুধুমাত্র করণিক পদে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও/সার্জেন্ট পদবির সদস্য।

বেতন গ্রেড: ১২তম

৩. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ০৪ (পুরুষ–০২, মহিলা–০২)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষা বোর্ড হতে অষ্টম শ্রেণি/জেএসসি পাস। বিবাহিত হতে হবে।

বেতন গ্রেড: ২০তম

বয়সসীমা

২৩ নভেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৫ বছর (৩ নং পদ ব্যতীত)।

আরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫আবেদন নিয়ম

অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা ও আবেদনের লিংক www.spscsavarcantt.edu.bd অথবা https://spscsavarcanttjobs.apply.ac

আবেদন ফি

সহকারী শিক্ষক পদের জন্য ৭০০ টাকা; অফিস সুপারিনটেনডেন্ট পদের জন্য ৫০০ টাকা ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য ৪০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু৩ ঘণ্টা আগেআবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৫

আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)।

লিখিত পরীক্ষা ২৮ নভেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন/এসএমএস/ই-মেইলের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

সম্পর্কিত নিবন্ধ