আবাহনীর আছে দিয়াবাতে ও দুই ‘ম’
Published: 24th, September 2025 GMT
বিকেলের আলোয় ক্লাব–সংলগ্ন মাঠে ঢুকতেই চোখে পড়ল পরিচিত দৃশ্য। মারুফুল হক নিজের জগতে ডুবে আছেন। যেন ফুটবলারদের চোখে প্রত্যাশার আলো মাখিয়ে দিচ্ছেন! ফুটবলাররা কীভাবে গা গরম করবেন, কোন ছকে অনুশীলন চলবে—সবকিছুই হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন। তখনো অবশ্য কোচ জানতেন না, প্রিমিয়ার লিগ শুরুর প্রথম দিনেই অপেক্ষা করছে বড় এক পরীক্ষা, রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ। গত লিগে যারা হয়েছিল চতুর্থ, আর আবাহনী হয়েছিল রানার্সআপ।
আবাহনীর কাছে পরীক্ষা অবশ্য নতুন কিছু নয়। গত বছরের ৫ আগস্ট দেশে সরকার বদলের পর ক্লাবটিতে হামলা-লুটপাট হয়। সব ট্রফি নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই ধাক্কায় গত মৌসুমে লিগের প্রথম পর্বে কোনো বিদেশি ছাড়াই খেলেছিল আবাহনী। দ্বিতীয় পর্বে দুজন আনা হলেও আবাহনী ছিল কম শক্তির। বলা যায়, সাদামাটা একটা দলকে রানার্সআপ করেন মারুফুল।
আমি শুধু খেলার জন্য কোনো দলে যাই না। আবাহনীতে এসেছি কিছু জেতার জন্য। প্রতিটি মৌসুমেই আমার লক্ষ্য থাকে দলকে চ্যাম্পিয়ন করা আর ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা হওয়া।সুলেমান দিয়াবাতে, আবাহনী স্ট্রাইকারএবার শক্তির বাড়িয়েছে আবাহনী। নতুন মৌসুমে সবচেয়ে বড় নাম মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। ২০১৮ থেকে গত মৌসুম পর্যন্ত মোহামেডানের হয়ে খেলেছেন শতাধিক ম্যাচ, করেছেন ৯০টির বেশি গোল। গত লিগে মোহামেডানের জার্সিতে ১৯ গোল করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বয়স ৩৪ হয়ে গেলেও এই স্ট্রাইকারকে ঘিরেই নতুন মৌসুমে স্বপ্ন আঁকছে আবাহনী।
কোচ মারুফুল হকের সঙ্গে সুলেমান দিয়াবাতে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩ দশকে বিসিআরএ, মোশাররফ করিম, পরীমনিসহ যারা পুরস্কার পেলেন
তিন দশক পার করছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’–এ আজীবন সম্মাননা দেওয়া হয় জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনেত্রী আনোয়ারা বেগমকে।
আজীবন সম্মাননা দেওয়া হয় জাদুশিল্পী জুয়েল আইচকে