Prothomalo:
2025-09-24@09:53:18 GMT

আবাহনীর আছে দিয়াবাতে ও দুই ‘ম’

Published: 24th, September 2025 GMT

বিকেলের আলোয় ক্লাব–সংলগ্ন মাঠে ঢুকতেই চোখে পড়ল পরিচিত দৃশ্য। মারুফুল হক নিজের জগতে ডুবে আছেন। যেন ফুটবলারদের চোখে প্রত্যাশার আলো মাখিয়ে দিচ্ছেন! ফুটবলাররা কীভাবে গা গরম করবেন, কোন ছকে অনুশীলন চলবে—সবকিছুই হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন। তখনো অবশ্য কোচ জানতেন না, প্রিমিয়ার লিগ শুরুর প্রথম দিনেই অপেক্ষা করছে বড় এক পরীক্ষা, রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ। গত লিগে যারা হয়েছিল চতুর্থ, আর আবাহনী হয়েছিল রানার্সআপ।

আবাহনীর কাছে পরীক্ষা অবশ্য নতুন কিছু নয়। গত বছরের ৫ আগস্ট দেশে সরকার বদলের পর ক্লাবটিতে হামলা-লুটপাট হয়। সব ট্রফি নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই ধাক্কায় গত মৌসুমে লিগের প্রথম পর্বে কোনো বিদেশি ছাড়াই খেলেছিল আবাহনী। দ্বিতীয় পর্বে দুজন আনা হলেও আবাহনী ছিল কম শক্তির। বলা যায়, সাদামাটা একটা দলকে রানার্সআপ করেন মারুফুল।

আমি শুধু খেলার জন্য কোনো দলে যাই না। আবাহনীতে এসেছি কিছু জেতার জন্য। প্রতিটি মৌসুমেই আমার লক্ষ্য থাকে দলকে চ্যাম্পিয়ন করা আর ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা হওয়া।সুলেমান দিয়াবাতে, আবাহনী স্ট্রাইকার

এবার শক্তির বাড়িয়েছে আবাহনী। নতুন মৌসুমে সবচেয়ে বড় নাম মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। ২০১৮ থেকে গত মৌসুম পর্যন্ত মোহামেডানের হয়ে খেলেছেন শতাধিক ম্যাচ, করেছেন ৯০টির বেশি গোল। গত লিগে মোহামেডানের জার্সিতে ১৯ গোল করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বয়স ৩৪ হয়ে গেলেও এই স্ট্রাইকারকে ঘিরেই নতুন মৌসুমে স্বপ্ন আঁকছে আবাহনী।

কোচ মারুফুল হকের সঙ্গে সুলেমান দিয়াবাতে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে মারামারি, নিহত ১

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বাসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে এক চায়ের দোকানি নিহত হয়েছেন।

শেরেবাংলা নগর থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে তালতলা এলাকায় জনতা গেটের সামনে সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই দোকানির মধ্যে মারামারি হয়। একপর্যায়ে চায়ের দোকানি বাবুল মিয়াকে আরেক দোকানি রুহুল আমিন ও তাঁর ছেলে রবিউল লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান বাবুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ