ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএইচআরএম) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য—

১. তিন ক্রেডিট ঘণ্টার থিসিসসহ ৫১ ক্রেডিট ঘণ্টাসহ ১.৫ থেকে ২ বছরের প্রোগ্রাম।

২. এমবিএ স্নাতক ও পেশাদার মানবসম্পদ নির্বাহীরা এমপিএইচআরএম প্রোগ্রামে সর্বাধিক চারটি কোর্সের জন্য ছাড় পেতে পারেন।

৩.

সব ক্লাস শুধু শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

৪. শিল্প ও পেশাদার বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য সুযোগ থাকবে।

আরও পড়ুনসাত কলেজ ঘিরে নতুন সংকট৪ ঘণ্টা আগেভর্তি যোগ্যতা—

১. যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, ৪.০০ স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ।

২. ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

৩. ডিসিসিআই, বিজিএমইএ, ডিইউ ম্যাজিস্ট্রেট এইচআর প্রফেশনালস নেটওয়ার্ক এবং ম্যানেজমেন্ট ও এইচআরএম-এর বিভিন্ন অ্যাসোসিয়েশনের মতো পেশাদার সংস্থার সদস্যদের জন্য কাজের অভিজ্ঞতা থেকে অব্যাহতি পাওয়া যাবে।

৪. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, ৪ স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করা যাবে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে উক্ত রায়ে শুকরিয়া আদায় করছি।”

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে একটা দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন। শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে।”

আরো পড়ুন:

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায়ের খবর

রায় প্রত্যাখ্যান নিষিদ্ধ আওয়ামী লীগের

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত নিবন্ধ