জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘এনসিপি ইনসাফের রাজনীতি করে। যিনি ইনসাফের পক্ষে থাকবেন, তিনিই এনসিপির পক্ষের লোক।

আর আপনি যদি বেইনসাফি কাজ করেন, তাহলে আপনার সাথে এনসিপির বন্ধুত্বের সুযোগ নেই। এনসিপি মানুষের জন্য সাম্য, মর্যাদা, সুবিচার নিশ্চিতের রাজনীতি করে।’

 শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

 আবদুল্লাহ আল আমিন বলেন, কেউ যদি যদি সমাজে বিতর্কিত কাজ করে, আর সে যদি হাজার হাজার লোকজন নিয়ে সভা সমাবেশে আসে, তারপরেও তাদেরকে এনসিপিতে প্রয়োজন নেই। কারন, এনসিপিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিতে সেই বিতর্কিত ব্যক্তির কাজকর্মই যথেষ্ট।

সমাজে রাজনীতির নামে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। রাজনীতির শেল্টারে অপকর্ম চালানোর দিন শেষ। নতুন দিনের সুচনা করতেই এনসিপি রাজনীতি শুরু করেছে।

নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘সামনে নির্বাচন আসছে। নির্বাচন আসা মানেই দেখা যেতো পাড়া মহল্লায় হোন্ডা আর মাস্তানের মহড়া। এই হোন্ডা গুন্ডার রাজনীতি মানুষ এখন আর গ্রহণ করবে না। ভয় আর আতঙ্ক যে দেখাবে তার থেকেই মানুষ মুখ ফিরিয়ে নিবে।

এখন মানুষ ভোট দিবে নেতার গুনাবলী দেখে। যেই দল, যেই নেতা মানুষের কাছে ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে, তিনিই হবেন সেই মানুষদের আগামীদিনের প্রতিনিধি।

আপনারা পরিবর্তনের রাজনীতির সাথে যুক্ত তরুনদের পাশে দাঁড়ান, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই সমাজে জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

 উঠান বৈঠকে এনসিপি সদর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য জাবেদ আলম, সোহেল খান সিদ্দিক, ফজলে রাব্বি, রাইসুল ইসলাম সহ সিদ্ধিরগঞ্জ থানার এনসিপির সদস্যবৃন্দ।  

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ র র জন ত এনস প র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ