জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘এনসিপি ইনসাফের রাজনীতি করে। যিনি ইনসাফের পক্ষে থাকবেন, তিনিই এনসিপির পক্ষের লোক।

আর আপনি যদি বেইনসাফি কাজ করেন, তাহলে আপনার সাথে এনসিপির বন্ধুত্বের সুযোগ নেই। এনসিপি মানুষের জন্য সাম্য, মর্যাদা, সুবিচার নিশ্চিতের রাজনীতি করে।’

 শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

 আবদুল্লাহ আল আমিন বলেন, কেউ যদি যদি সমাজে বিতর্কিত কাজ করে, আর সে যদি হাজার হাজার লোকজন নিয়ে সভা সমাবেশে আসে, তারপরেও তাদেরকে এনসিপিতে প্রয়োজন নেই। কারন, এনসিপিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিতে সেই বিতর্কিত ব্যক্তির কাজকর্মই যথেষ্ট।

সমাজে রাজনীতির নামে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। রাজনীতির শেল্টারে অপকর্ম চালানোর দিন শেষ। নতুন দিনের সুচনা করতেই এনসিপি রাজনীতি শুরু করেছে।

নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘সামনে নির্বাচন আসছে। নির্বাচন আসা মানেই দেখা যেতো পাড়া মহল্লায় হোন্ডা আর মাস্তানের মহড়া। এই হোন্ডা গুন্ডার রাজনীতি মানুষ এখন আর গ্রহণ করবে না। ভয় আর আতঙ্ক যে দেখাবে তার থেকেই মানুষ মুখ ফিরিয়ে নিবে।

এখন মানুষ ভোট দিবে নেতার গুনাবলী দেখে। যেই দল, যেই নেতা মানুষের কাছে ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে, তিনিই হবেন সেই মানুষদের আগামীদিনের প্রতিনিধি।

আপনারা পরিবর্তনের রাজনীতির সাথে যুক্ত তরুনদের পাশে দাঁড়ান, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই সমাজে জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

 উঠান বৈঠকে এনসিপি সদর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য জাবেদ আলম, সোহেল খান সিদ্দিক, ফজলে রাব্বি, রাইসুল ইসলাম সহ সিদ্ধিরগঞ্জ থানার এনসিপির সদস্যবৃন্দ।  

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ র র জন ত এনস প র

এছাড়াও পড়ুন:

জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা

অবশেষে প্রকাশ্যে এল এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক। গত শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘বাহুবলী’ নির্মাতা উন্মোচন করলেন তাঁর নতুন ছবির নাম, টিজার ও পোস্টার। বহুল প্রতীক্ষিত এ ছবির নাম ‘বারাণসী’। ছবিতে জুটি বাঁধছেন দক্ষিণি সুপারস্টার মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া। খল চরিত্রে থাকছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। পাশাপাশি দর্শকদের সামনে তুলে ধরা হয় মহেশ বাবুর প্রথম লুক। পর্দায় বারাণসীর জমকালো পোস্টার ভেসে উঠতেই মুহূর্তে পুরো প্রেক্ষাগৃহে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। জনসমুদ্র, আতশবাজির ঝলকানি, অগণিত মানুষের আবেগ-ভালোবাসা আর দেশ-বিদেশের গণমাধ্যমের উপস্থিতি—সব মিলিয়ে এটি হয়ে ওঠে উৎসবের রাত। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ হাজারের বেশি মানুষ।

প্রিয়াঙ্কার অভিষেক
‘বারাণসী’র মাধ্যমে তেলেগু ছবির জগতে পা রাখছেন প্রিয়াঙ্কা। এদিনের জমকালো আয়োজনে একরাশ উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, ‘আজকের দিনটি একদম অন্য রকম। ভক্তদের ভালোবাসাই আমাদের এখানে নিয়ে এসেছে। ভারত থেকে শুরু করে সারা বিশ্বের মিডিয়া—সবাইকে জানাই ধন্যবাদ। এই দেশে সিনেমা সত্যিই উৎসবের মতো উদ্‌যাপিত হয়।’

‘বারাণসী’র প্রথম ঝলকে মহেশ বাবু। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ