নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গণি মিয়া (৩০) ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাঁও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে সিংগাপুর থেকে ছুটিতে এসেছিলেন। কয়েক দিন পর তার ফেরত যাওয়ার কথা ছিল।

আরো পড়ুন:

প্রেম করে বিয়ের ৬ মাস পর লাশ হলেন সাদিয়া, স্বামী পলাতক

চাঁদপুরে অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

গণির পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গণির বলে শনাক্ত করেন।

নিহতের পরিবারের অভিযোগ, গণি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’’

ঢাকা/হৃদয়/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ