নরসিংদীতে যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
Published: 27th, September 2025 GMT
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গণি মিয়া (৩০) ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাঁও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে সিংগাপুর থেকে ছুটিতে এসেছিলেন। কয়েক দিন পর তার ফেরত যাওয়ার কথা ছিল।
আরো পড়ুন:
প্রেম করে বিয়ের ৬ মাস পর লাশ হলেন সাদিয়া, স্বামী পলাতক
চাঁদপুরে অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
গণির পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গণির বলে শনাক্ত করেন।
নিহতের পরিবারের অভিযোগ, গণি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’’
ঢাকা/হৃদয়/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে উক্ত রায়ে শুকরিয়া আদায় করছি।”
সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে একটা দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন। শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে।”
আরো পড়ুন:
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায়ের খবর
রায় প্রত্যাখ্যান নিষিদ্ধ আওয়ামী লীগের
ঢাকা/নঈমুদ্দীন/এসবি