যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে ইরান। তিন ইউরোপীয় দেশ এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইসলামী প্রজাতন্ত্রের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য একটি প্রক্রিয়া শুরু করার পর তেহরান এই পদক্ষেপ নিয়েছে। শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থাটি বলেছে, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাতিলকৃত প্রস্তাব পুনর্বহালের জন্য তিনটি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের পর, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য তেহরানে তলব করা হয়েছে।”

রাশিয়া এবং চীন ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল বিলম্বিত করতে ব্যর্থ হওয়ার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ মাত্র চারটি দেশ রাশিয়া ও চীনের খসড়া প্রস্তাবকে সমর্থন করেছে, যা নিষেধাজ্ঞা পুনর্বহালের দরজা খুলে দিয়েছে।

ইরানকে তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে স্পষ্টভাবে বলতে ব্যর্থ হওয়ার অভিযোগে ই-৩ দেশগুলো এক মাস আগে জাতিসংঘের নিষেধাজ্ঞার ‘স্ন্যাপব্যাক’ এর জন্য সময় নির্ধারণ করেছিল।

রবিবার রাত ১২টা থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞাগুলো ইরানের সাথে পারমাণবিক, সামরিক, ব্যাংকিং এবং জাহাজ শিল্পে সহযোগিতার উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের দর শনিবার সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাপ ব্যবহার করে ধর্মতান্ত্রিক প্রতিষ্ঠানকে উৎখাত করার চেষ্টা করছে, তখন কোনো চুক্তিতে পৌঁছানোর কোনো কারণ নেই। যদি লক্ষ্য থাকতো পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের সমাধান করা, তাহলে আমরা সহজেই তা করতে পারতাম।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর র জন য

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ