দেশের পর্যটন শিল্পের উন্নয়নে যে ক’জন পথপ্রদর্শকের নাম  উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম মহিউদ্দিন খান খোকন। তিনি শুধু উদ্যোক্তা নন, তিনি হোটেল, মোটেল এবং ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। 

দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ডিমোর (D’MORE)-এর স্বপ্নদ্রষ্টা তিনি। এই ব্র্যান্ড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান এবং কুয়াকাটায় হোটেল ও রিসোর্ট স্থাপন করে দেশের পর্যটন খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

খোকন দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ‘ডিমোর’ প্রতিষ্ঠার মাধ্যমে পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার এই উদ্যোগ স্থানীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি ভ্রমণকারীদের কাছেও আস্থা অর্জন করেছে। আধুনিক সুযোগ-সুবিধা, গুণগত সেবা এবং অতিথিপরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করে ডিমোর বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে পরিচিত করতে সহায়তা করেছে।

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম শীর্ষ হসপিটালিটি গ্রুপ কক্সটুডের ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে শুধু কক্সবাজার নয়, দেশের বিভিন্ন পর্যটন এলাকায় হোটেল-রিসোর্ট ব্যবসার সম্প্রসারণ ঘটেছে। পর্যটন খাতকে তিনি ব্যবসার বাইরে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। 

দেশ-বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। আধুনিক ট্যুরিজম ম্যানেজমেন্ট, হসপিটালিটি সার্ভিস, সেলস এবং ব্র্যান্ডিং বিষয়ে তার দক্ষতা রয়েছে। এই দক্ষতা কাজে লাগিয়ে তিনি পেশাগত জীবনে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। 

শিল্পের প্রতি তার নিবেদন, দূরদর্শিতা এবং নেতৃত্বের কারণে মহিউদ্দিন খান খোকনকে আজ বাংলাদেশের হসপিটালিটি ও ট্যুরিজম ইন্ডাস্ট্রির অন্যতম দিকপাল বলা হয়। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুপ্রেরণার উৎস, যেখান থেকে শেখা যায় কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিনি নিরলস ভূমিকা রেখে চলেছেন। 

সহকর্মীদের কাছে মহিউদ্দিন খান খোকন উদ্ভাবনী এবং প্রজ্ঞাবান ট্যুরিজম লিডার হিসেবে গণ্য। বিশ্ব পর্যটন দিবসে মহিউদ্দিন খোকন বাংলাদেশের মানুষকে নিরাপদে বাংলার অপার সৌন্দর্য দেখার ও দেখানোর স্বপ্ন দেখেন। কক্সবাজারকে নিয়ে যেতে চান অন্যন্য উচ্চতায়, বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে চান নতুনভাবে।

ঢাকা/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হসপ ট ল ট

এছাড়াও পড়ুন:

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর ২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই), বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, নেদারল্যান্ডসে বাংলাদেশি মেলার আয়োজন এবং বিটুবি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে ডিবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. শাখাওয়াত হোসেন মামুন, প্রথম সহ-সভাপতি মো. শহিদ আলম, পরিচালক মো. সায়েম ফারুকী, পরিচালক শাহ্ মো. রাফকাত আফসার ও পরিচালক আবদুল হাকিম সুমন উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ