Risingbd:
2025-11-26@13:34:53 GMT

ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার

Published: 5th, October 2025 GMT

ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার

টানা চার দিনের (১ থেকে ৪ অক্টোবর) ছুটি শেষে খুলেছে দেশের উভয় পুঁজিবাজার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ ছিল।

রবিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দুর্গাপূজার ছুটি শেষে ৫ অক্টোবর থেকে যথারীতি পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। এদিন অন্যান্য সাধারণ সময়ের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়।

লেনদেন শুরুর ৪৫ মিনিটে ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৪৯.

৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৩৫ কোটি টাকা। এদিকে, সিএসইর সার্বিক সূচক ৭৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৫৮ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫ লাখ টাকা।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার (০১-০২ অক্টোবর) দূর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপরে শুক্রবার ও শনিবার  সরকারি ছুটির আওতায় ছিল। ফলে বুধবার থেকে শনিবার শেয়ারবাজার বন্ধ ছিল।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল নদ ন

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের সামান্য পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। 

বুধবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থান ও পতনের মিশ্র প্রবণতায় লেনদেন চলতে থাকে। তবে, দুপুর ১টার পর থেকে সূচক পতনমুখী হয়, যা লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৮ পয়েন্ট কমে ১০৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৩২ পয়েন্ট কমে ১ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৭টি কোম্পানির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।

বুধবার ডিএসইতে মোট ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬২৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩.৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১১ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.১৮ পয়েন্ট কমে ৮৮১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৬.৮১ পয়েন্ট কমে ১২ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

সিএসইতে ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • চরমোনাই দরবারে মাহফিল উপলক্ষে কীর্তনখোলার তীরে লাখো মুসল্লির ভিড়
  • পুঁজিবাজারে সূচকের সামান্য পতন
  • খসড়া আইপিও রুলস নিয়ে অংশীজনদের সঙ্গে বিএসইসির বৈঠক
  • শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
  • ডিএসইতে সূচকের সামান্য পতন, সিএসইতে বড় উত্থান
  • মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • প্রথম আলো গণমানুষের কণ্ঠস্বর
  • পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনে বেড়েছে গতি
  • সালভো কেমিক্যালের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি
  • ‘প্রথম আলো সব সময় নিপীড়িত মানুষের পাশে রয়েছে’