ডিএসইতে সূচকের সামান্য পতন, সিএসইতে বড় উত্থান
Published: 25th, November 2025 GMT
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
আরো পড়ুন:
পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনে বেড়েছে গতি
১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে মঙ্গলবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থান ও পতনের মিশ্র প্রবণতায় লেনদেন চলতে থাকে। তবে বেলা ১২টা ১৫ মিনিটের পর থেকে সূচক পতনমুখী হয়, যা লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.
ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
এ দিন ডিএসইতে মোট ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৮.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৩২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৪.০৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট বেড়ে ৮৮১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯৫.৯১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
সিএসইতে ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ল নদ ন শ ড এসইত স এসইত ড এসই স এসই
এছাড়াও পড়ুন:
১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন:
তসরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন
পুঁজিবাজারে রুলস হওয়ার আগেই সমাধান খুঁজতে হবে: ডিএসই চেয়ারম্যান
তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘10Y BGTB 19/11/2035’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB10Y1135’ এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘88547’। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB10Y1135’ এবং সিএসইতে ট্রেডিং আইডি- ‘50313’।
তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩৫ সালের ১৯ নভেম্বর শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০১.৪৫২৯ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.৩৯ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।
ঢাকা/এনটি/ফিরোজ