রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্থগিত আন্দোলন আবারও নতুন করে শুরু হবে কি না, তা নির্ধারণে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও কর্মকর্তারা। দুর্গাপূজার ছুটির পর উপাচার্যের আহ্বানে শিক্ষক ও অফিসার্স সমিতির সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। আজ দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতাদের সঙ্গে উপাচার্যের বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ আমাদের ডেকেছেন। দুপুর সাড়ে ১২টায় সভা হওয়ার কথা আছে। দেখি, তিনি কী বলতে চান। এরপর আমরা সিদ্ধান্ত জানাব।’

আরও পড়ুনসাত দিনের আলটিমেটাম দিয়ে ‘শাটডাউন’ প্রত্যাহার কর্মকর্তা-কর্মচারীদের, অনড় শিক্ষকেরা২৪ সেপ্টেম্বর ২০২৫

এই বৈঠকের পর শিক্ষকদের সঙ্গে বসার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মো.

মোক্তার হোসেন। তিনি বলেন, ‘আমরা ৫ অক্টোবর উপাচার্যের সঙ্গে বসেছিলাম। তিনি আহ্বান জানান, আন্দোলনের কারণে নির্ধারিত তারিখে রাকসু নির্বাচন হয়নি। এবার যেন এ ধরনের কর্মসূচি রাকসুর আগে না দেওয়া হয়, এ জন্য আমরা সব পক্ষের সঙ্গে কথা বলেছি। আজ আমরা শিক্ষকদের সঙ্গে বসব। পরে জানাব, নতুন কোনো কর্মসূচিতে যাব কি না। যদি আমরা কর্মসূচিতেও না–ও যাই, তবু আমাদের দাবিগুলো জারি থাকবে।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সাত কর্মদিবসের মধ্যে দাবি আদায়ের আলটিমেটাম দিয়ে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতি। অন্যদিকে সহ–উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবির জানিয়ে কর্মসূচি স্থগিত করেছিল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গত ২৪ সেপ্টেম্বর অফিসার্স সমিতি এবং পরদিন ২৫ সেপ্টেম্বর শিক্ষক ফোরাম কর্মসূচি স্থগিত করেছিল।

আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি আপাতত স্থগিত২৫ সেপ্টেম্বর ২০২৫

মাঝে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি ছিল। ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে বসার চেষ্টা করেছে। ওই দিন অফিসার্স সমিতির সঙ্গে বসেন উপাচার্য। সেখানে উপাচার্য রাকসুর আগে আর কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান।

এর আগে ১৮ সেপ্টেম্বর ১০ শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ২০ সেপ্টেম্বর জুবেরী ভবনে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তারা পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে এক দিনের কর্মবিরতি পালন করেন। তারপর তা অনির্দিষ্টকালের ‘শাটডাউন’ কর্মসূচিতে রূপ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ২১ সেপ্টেম্বর বিকেলে জরুরি সিন্ডিকেট সভা হয়। সভায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপরও শিক্ষক-কর্মকর্তারা লাগাতার কর্মসূচি অব্যাহত রাখেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাকসু নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। এ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

আরও পড়ুনশিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনায় জড়িতদের বহিষ্কারসহ পাঁচ দাবি ইউট্যাবের২৬ সেপ্টেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র স প ট ম বর উপ চ র য র র উপ চ র য র ঘটন

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির এক পক্ষের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উলিপুর উপজেলা শহরে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আরো পড়ুন:

কুড়িগ্রামে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

খুলনায় বিএনপির ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এ সময় ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন বাতিল করে আব্দুল খালেককে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে মনোয়ন দেয় দলটি।

একই আসনে রংপুর বিভাগে দায়িত্বপ্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মনোনয়ন পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিক্ষোভ কর্মসূচীতে আসা নেতাকর্মীরা।

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত নিবন্ধ