‘জন্ম থেকে দুই হাত না থাকায় জীবনে অনেক কষ্ট করেছি। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এনআইডি পাইনি। আজ ইউএনও স্যার আমার দোকানে এসে নিজ হাতে কার্ডটি দিয়েছেন। এটি আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। আজ নিজের এনআইডি পাওয়ায় মনে হচ্ছে জীবনের বড় একটা অর্জন হলো।’

নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে এসব কথা বলেন ফরিদপুরের নগরকান্দার জসিম মাতুব্বর (২৬)।

উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা জসিম মাতুব্বর। জন্ম থেকেই তাঁর দুই হাত নেই। পা দিয়ে লিখেই উত্তীর্ণ হয়েছেন এইচএসসি পরীক্ষায়। পড়াশোনার পাশাপাশি হাটে সবজি ও ফল বিক্রি করে নিজের ও পরিবারের খরচ চালান অদম্য এই তরুণ। তাঁর জীবনের এই কঠিন লড়াইয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এনআইডি না থাকা। আঙুলের ছাপ দিতে না পারায় তিন বছর ধরে আবেদন করেও কার্ড পাননি। অবশেষে তাঁর এনআইডি পাওয়ার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে জসিমের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁকে এনআইডি দেন।

জসিম মাতুব্বর বলেন, ‘আমি স্বপ্নেও ভাবতে পারি নাই ইউএনও স্যার আমার মতো একজন ক্ষুদ্র মানুষের দোকানে আসবেন। যেখানে কার্ড আনতে আমার যাওয়ার কথা ছিল ইউএনও অফিসে, সেখানে স্যার এসেছেন আমার এই ছোট্ট দোকানে।’

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউএনও দবির উদ্দিনের উদ্যোগে জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চোখের আইরিশের ছবি ও পায়ের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে দ্রুত কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়। গত ৫ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) থেকে একটি বার্তা দিয়ে জসিমকে জানানো হয়, ‘অভিনন্দন জসিম মাতুব্বর, এটি আপনার এনআইডি নম্বর।’ পরে ইউএনও জসিমের কার্ডটি ডাউনলোড করে সেটি আজ জসিমকে দেন।

জসিমের দীর্ঘদিনের আশা পূরণ করতে পেরে খুশি ইউএনও দবির উদ্দিন। তিনি বলেন, ‘মিডিয়ার মাধ্যমেই জসিমের সমস্যার কথাটি আমি প্রথম জানতে পারি। তাঁর মতো একজন মেধাবী তরুণ শুধু এনআইডি না থাকার কারণে যেন পিছিয়ে না পড়েন, সেটিই নিশ্চিত করতে চেয়েছি। এ কাজটি আমি করতে পেরেছি। এটি সারা জীবন আমার জীবনে আনন্দের ঘটনা হয়ে থাকবে।’

কার্ড বিতরণের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জ বন জ বন র উপজ ল

এছাড়াও পড়ুন:

দাকোপে বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

খুলনার দাকোপে জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির নিচে চলে গেছে বসতবাড়ি ও ফসলের ক্ষেত। দ্রুত বাঁধ মেরামত করা না হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ঢাকী নদীর জোয়ারের পানির চাপে দাকোপের ৩০ নম্বর পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকার আনুমানিক ২০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া ও নিশানখালী গ্রাম পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে বসতঘর, মাছের ঘের, পুকুর ও ৩ হাজার বিঘা জমির আমন ফসল। দ্রুত  বাঁধ মেরামত না করতে না পারলে দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাঁকড়া বুনিয়াসহ গোটা তিলডাঙ্গা ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী। 

তিনি বলেছেন, ভোরবেলা পানি উন্নয়ন বোর্ড আরো বেশি তৎপর হয়ে দুটি বালির টিউব দিয়ে চাপা দিলে বাঁধ আটকানো সম্ভব হত। কিন্তু, তারা সেটি করতে ব্যর্থ হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তা, দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এবং স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।

ইউএনও আসমত হোসেন বলেছেন, বালির টিউবসহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সব উদ্যোগ নিয়েছে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে চিড়া, গুড়, চাল, ডাল, তেলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছি। ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকেও সহযোগিতা করা হবে।

এলাকাবাসীর অভিযোগ, বেড়িবাঁধের ওই অংশটি চরম ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু, পানি উন্নয়ন বোর্ড সময়মতো কোনো পদক্ষেপ না নেওয়ায় এমন ক্ষতি হলো।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এনআইডি পেতে যাচ্ছেন লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বাংলাদেশিরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান
  • অবশেষে এনআইডি পেলেন দুই হাতহীন জসিম
  • শেরপুরে পাখি শিকারিকে কারাদণ্ড
  • ঝালকাঠিতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড
  • দাকোপে বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত
  • ‘প্রস্তুত থাকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন’, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি
  • ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
  • ফরিদপুরে চুরির অভিযোগে তিন তরুণের চুল কেটে দেওয়ার অভিযোগ
  • বক্ষব্যাধি হাসপাতালে এবি ব্যাংকের বুথ