কিছুদিন আগে অভিনেত্রী অঞ্জলি রাঘবকে অশালীনভাবে স্পর্শ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল বিতর্কের মুখে পড়েন ভোজপুরি তারকা অভিনেতা পবন সিং। তারপর বিজেপির সংসদ সদস্য পবন সিংয়ের স্ত্রী জ্যোতি সিং দাম্পত্য কলহ সামনে আনেন। এবার স্বামীর বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুললেন জ্যোতি।  

বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনের আয়োজন করেন জ্যোতি সিং। সেখানে তিনি বলেন, “তিনি (পবন) বলছেন, তিনি সন্তান চেয়েছিলেন। কিন্তু যে মানুষ সন্তান চায়, সে কখনো তার স্ত্রীকে ওষুধ দিতে পারে না। আমাকে প্রতিবারই ওষুধ খাওয়ানো হতো। আমি অনেক কিছু মিডিয়ার সামনে বলিনি। কিন্তু আজ পবনজি আমাকে বাধ্য করেছেন। আমি পবনকে অপমান করছি না, আমি শুধু আমার দিকটা তুলে ধরছি। আজ নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করছি।” 

আরো পড়ুন:

কানতারা টু: ৭ দিনে আয় ৬০৯ কোটি টাকা

১১ দিন লড়াই করে মারা গেলেন গায়ক রাজবীর

বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জ্যোতি সিং। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “পবনজি যখন আমাকে ওষুধ দিয়েছিলেন, তখন আমি প্রতিবাদ করেছিলাম। তারপর তিনি আমাকে প্রচন্ড নির্যাতন করেন। এরপর রাত ২টা সময়ে আমি ২৫টি ঘুমের ওষুধ খেয়ে ফেলি।”

পরের ঘটনা বর্ণনা করে জ্যোতি সিং বলেন, “সেই সময় পবনজির ভাই রানু ভাইয়া, তার টিমের দীপক ভাইয়া ও ভিকিজি উপস্থিত ছিলেন। তারা আমাকে হাসপাতালে নিয়ে যান। মুম্বাইয়ের আন্দেরির বেলভ্যু মাল্টিস্পেশালিটি হাসপাতালে আমাকে ভর্তি করে চিকিৎসা করানো হয়।”

পবন সিং কীসের ওষুধ খেতে দিতেন? এ প্রশ্নের জবাবে জ্যোতি সিং বলেন, “তিনি আমাকে গর্ভপাতের ওষুধ দিতেন।” 

অন্যদিকে, একই দিনে পবন সিং নিজেও একটি সংবাদ সম্মেলন করেন এবং জ্যোতির সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমিও একজন মানুষ, আমিও ক্লান্ত হই। ব্যাপারটা হলো, মেয়েদের চোখে অল্পতেই পানি চলে আসে, আর সেটা সবার চোখে পড়ে। কিন্তু একজন পুরুষের কষ্ট কেউ দেখে না, আর পুরুষের কষ্ট দেখানোর সুযোগও থাকে না।” 

২০১৪ সালে নীলম সিংকে বিয়ে করেন পবন সিং। ২০১৫ সালে মারা যান তিনি। ২০১৮ সালে জ্যোতি সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। জানা যায়, ২০২২ সালে বিচ্ছেদের আবেদন করেছেন পবন সিং। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তাদের বিচ্ছেদ হয়নি। 

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পবন স

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বিষাক্ত মদ্যপানে অসুস্থ একজনের মৃত্যু, চারজন চিকিৎসাধীন

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • জুবিনের মৃত্যুর পরও কেন সিঁদুর পরেন স্ত্রী গরিমা?
  • ১৬ মাসে কুরআনের হাফেজ হলো ১১ বছর বয়সি শিহাব
  • ২৩ বছর পর আরেক হাঙ্গেরিয়ান লেখক পেলেন সাহিত্যে নোবেল
  • ‘মহল্লার’ নায়িকা আইরিন
  • গাজা শান্তি পরিকল্পনায় সম্মত হামাস-ইসরায়েল, আগামী কয়েকদিনে যা ঘটবে
  • এই ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী
  • হামজাকে আটকাতে কী কৌশল হংকং কোচের
  • চট্টগ্রাম চেম্বার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
  • বগুড়ায় বিষাক্ত মদ্যপানে অসুস্থ একজনের মৃত্যু, চারজন চিকিৎসাধীন