কিছুদিন আগে অভিনেত্রী অঞ্জলি রাঘবকে অশালীনভাবে স্পর্শ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল বিতর্কের মুখে পড়েন ভোজপুরি তারকা অভিনেতা পবন সিং। তারপর বিজেপির সংসদ সদস্য পবন সিংয়ের স্ত্রী জ্যোতি সিং দাম্পত্য কলহ সামনে আনেন। এবার স্বামীর বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুললেন জ্যোতি।  

বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনের আয়োজন করেন জ্যোতি সিং। সেখানে তিনি বলেন, “তিনি (পবন) বলছেন, তিনি সন্তান চেয়েছিলেন। কিন্তু যে মানুষ সন্তান চায়, সে কখনো তার স্ত্রীকে ওষুধ দিতে পারে না। আমাকে প্রতিবারই ওষুধ খাওয়ানো হতো। আমি অনেক কিছু মিডিয়ার সামনে বলিনি। কিন্তু আজ পবনজি আমাকে বাধ্য করেছেন। আমি পবনকে অপমান করছি না, আমি শুধু আমার দিকটা তুলে ধরছি। আজ নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করছি।” 

আরো পড়ুন:

কানতারা টু: ৭ দিনে আয় ৬০৯ কোটি টাকা

১১ দিন লড়াই করে মারা গেলেন গায়ক রাজবীর

বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জ্যোতি সিং। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “পবনজি যখন আমাকে ওষুধ দিয়েছিলেন, তখন আমি প্রতিবাদ করেছিলাম। তারপর তিনি আমাকে প্রচন্ড নির্যাতন করেন। এরপর রাত ২টা সময়ে আমি ২৫টি ঘুমের ওষুধ খেয়ে ফেলি।”

পরের ঘটনা বর্ণনা করে জ্যোতি সিং বলেন, “সেই সময় পবনজির ভাই রানু ভাইয়া, তার টিমের দীপক ভাইয়া ও ভিকিজি উপস্থিত ছিলেন। তারা আমাকে হাসপাতালে নিয়ে যান। মুম্বাইয়ের আন্দেরির বেলভ্যু মাল্টিস্পেশালিটি হাসপাতালে আমাকে ভর্তি করে চিকিৎসা করানো হয়।”

পবন সিং কীসের ওষুধ খেতে দিতেন? এ প্রশ্নের জবাবে জ্যোতি সিং বলেন, “তিনি আমাকে গর্ভপাতের ওষুধ দিতেন।” 

অন্যদিকে, একই দিনে পবন সিং নিজেও একটি সংবাদ সম্মেলন করেন এবং জ্যোতির সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমিও একজন মানুষ, আমিও ক্লান্ত হই। ব্যাপারটা হলো, মেয়েদের চোখে অল্পতেই পানি চলে আসে, আর সেটা সবার চোখে পড়ে। কিন্তু একজন পুরুষের কষ্ট কেউ দেখে না, আর পুরুষের কষ্ট দেখানোর সুযোগও থাকে না।” 

২০১৪ সালে নীলম সিংকে বিয়ে করেন পবন সিং। ২০১৫ সালে মারা যান তিনি। ২০১৮ সালে জ্যোতি সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। জানা যায়, ২০২২ সালে বিচ্ছেদের আবেদন করেছেন পবন সিং। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তাদের বিচ্ছেদ হয়নি। 

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পবন স

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের হামলায় নিহত তাবতাবাই কে, কীভাবে হিজবুল্লাহতে যোগ দিলেন

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় এক বছর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তারপরও গতকাল রোববার হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী প্রথমে তাবতাবাইকে হত্যার দাবি করে। পরে হিজবুল্লাহ থেকে তাঁর নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধে ইসরায়েল ইরান–সমর্থিত হিজবুল্লাহর নেতৃত্বের বড় অংশ ধ্বংস করে দিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হাইথাম আলী তাবতাবাইকে হিজবুল্লাহর ‘চিফ অব স্টাফ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

হাইথাম আলী তাবতাবাই কে

তাবতাবাইয়ের জন্ম লেবাননে, ১৯৬৮ সালে। তাঁর বাবা ইরানি বংশোদ্ভূত এবং মা লেবানিজ। লেবাননের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সূত্রটি বলেছে, তিনি (তাবতাবাই) হিজবুল্লাহর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন না, তবে তিনি গোষ্ঠীর ‘দ্বিতীয় প্রজন্মের’ প্রতিনিধি ছিলেন। তিনি সিরিয়া ও ইয়েমেনে হিজবুল্লাহর মিত্রদের সঙ্গে লড়াই করতে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হাইথাম আলী তাবতাবাই ১৯৮০–এর দশকে হিজবুল্লাহতে যোগ দেন। তিনি হিজবুল্লাহর অভিজাত বাহিনী রাদওয়ান ফোর্সসহ বিভিন্ন বাহিনীতে একাধিক উচ্চপদে দায়িত্ব পালন করেছিলেন। ইসরায়েল গত বছর লেবাননে স্থল অভিযান চালিয়ে রাদওয়ান ফোর্সের বেশির ভাগ সদস্যকে হত্যা করেছিল।

গত বছরের যুদ্ধে তাবতাবাই হিজবুল্লাহর ‘অপারেশনস ডিভিশনের’ নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধে অন্যান্য শীর্ষ কমান্ডাররা নিহত হলে তাবতাবাই ধাপে ধাপে পদোন্নতি পেয়েছিলেন বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হাইথাম আলী তাবতাবাই চিফ অব স্টাফ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি পুনর্গঠনের কাজে ব্যাপকভাবে নিযুক্ত ছিলেন।

লেবানিজ নিরাপত্তা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, অন্য শীর্ষ হিজবুল্লাহ কর্মকর্তারা নিহত হওয়ার সঙ্গে সঙ্গে তাবতাবাইকে দ্রুত পদোন্নতি দেওয়া হয়েছিল এবং গত বছর তিনি চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

আরও পড়ুনবৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
  • রাঙামাটিতে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু
  • শেখ হাসিনার দুই ব্যাংক লকার থেকে ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ উদ্ধার
  • হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
  • শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
  • বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭
  • মেডিকেলে ভর্তি পরীক্ষা : মানবিক গুণাবলির প্রশ্ন-১
  • মেডিকেল টেকনোলজিস্টদের স্বতন্ত্র পরিদপ্তর যে কারণে জরুরি
  • চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • ইসরায়েলের হামলায় নিহত তাবতাবাই কে, কীভাবে হিজবুল্লাহতে যোগ দিলেন