ব্যাংক থেকে  টাকা তুলেছিলেন ঠিকাদার (ইটভাটায় শ্রমিক সরবরাহকারী) এমরান হোসেন (৫৫)। ব্যাংক থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটতেই অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে তাঁর। ওই ব্যক্তি তাঁর নাকের সামনে সাদা কাপড় নাড়া দেন। এর সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যান তিনি। এরপর তাঁর টাকা ও মুঠোফোন হাতিয়ে নেওয়া হয়। পরিবারের দাবি, ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদী জিলা স্কুলের পাশের ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগীর  হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে। ভুক্তভোগী ছেলে মো.

মহব্বত আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. মহব্বত বলেন, অনেকটা অচেতন অবস্থায়ই  তাঁর বাবা বেসরকারি হাসপাতালে কর্মরত এক আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য রিকশায় ওঠেন। তবে এরপর কী হয়েছে, মনে নেই। পরে রিকশাচালক তাঁর বাবাকে ওই হাসপাতালের নিচে নামিয়ে চলে যান। এরপর অচেতন অবস্থাতেই তাঁর বাবাকে হাসপাতালের সামনে থেকে উদ্ধার করা হয়।

মো. মহব্বতের দাবি, তাঁর বাবার ২০ লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে তাঁর বাবার  জ্ঞান ফেরার পর এসব জানিয়েছে। তাঁর বাবাকে ‘শয়তানের নিশ্বাস’ দেওয়া হয়েছিল।  ওই অজ্ঞাত ব্যক্তি  তাঁর বাবার টাকার ব্যাগ ও  মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে তাঁদের ধারণা।

জানতে চাইলে জেলার সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা এ ধরনের কোনো অভিযোগ পাননি। আবার এত টাকা সঙ্গে ছিল কি না, এটাও দেখার বিষয়। এ বিষয়ে  লিখিত অভিযোগ পেলে তাঁরা আইনি ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য , ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’  এখন আলোচিত বিষয়। এটি একধরনের ড্রাগ, যার নাম ‘স্কোপোলামিন’। এই ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয়। আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেয় ব্যক্তির মূল্যবান জিনিসপত্র।

স্কোপোলামিন একধরনের সিনথেটিক ড্রাগ। এর মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে। ধুতরা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় স্কোপোলামিন। এটি তরল ও পাউডার-দুই রকমেরই হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শয়ত ন র ন শ ব স

এছাড়াও পড়ুন:

বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

জুদ বেলিংহামের শেষ মুহূর্তে করা সমতাসূচক গোল রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দিল পরাজয়ের হাত থেকে। শনিবার দিবাগত রাতে এলচের মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ২-২ ড্র করে রিয়াল। এই ড্রয়ে বার্সেলোনা থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লস ব্লাঙ্কোস।

প্রথমার্ধে ছিল গোল-মিসের উৎসব। অথচ তুমুল আক্রমণ-পাল্টা আক্রমণের সেই অর্ধ শেষ হয় গোলশূন্যতেই। শুরুতেই রাউল আসেনসিওর পাস থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করার মতো অবস্থায় ছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। পাল্টা আক্রমণে আন্দ্রে সিলভাও খুঁজে পাননি পোস্ট। এরপর থিবো কোর্তোয়া দারুণ এক সেভে বাঁচান দলকে, রাফা মিরের শট ঠেকিয়ে দিয়ে।

আরো পড়ুন:

দাপুটে জয়ে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার প্রত্যাবর্তন

দ্রুততম ৪৪ গোলে রোনালদোর রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

একদিকে মাদ্রিদের আক্রমণভাগ ব্যর্থ, অন্যদিকে সুযোগ পেয়েও এলচে বারবার ভুল করেছে। বিশেষ করে ২৭ মিনিটে আন্দ্রে সিলভার এক ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে শট না নিয়ে মিরকে খুঁজতে গিয়ে গোলের সুযোগ নষ্ট করেন। এমবাপ্পে এরপর আরেকবার গোলরক্ষক পেনিয়ার কাছে থামেন। দুই দলের গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধ ০-০ তে শেষ হয়।

বিরতির পরও পেনিয়া আগের ছন্দ ধরে রাখেন। রদ্রিগোর শট চমৎকারভাবে ঠেকান তিনি। কোর্তোয়াও তাই। তবু গোল হজম এড়ানো গেল না। ৫৩ মিনিটে জার্মান ভালেরার পেছন দিকের ব্যাকহিল পাস থেকে ফেবাস ক্লোজ রেঞ্জ থেকে বল জালে পাঠান। এগিয়ে যায় এলচে।

এরপর জাবি আলোনসো একের পর এক পরিবর্তন আনেন। বেঞ্চ থেকে নামানো ভিনিসিয়ুস জুনিয়র ৭২ মিনিটে গোলের সামনে বল পেয়েও শট না নিয়ে এমবাপ্পেকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আলভারো নুনিয়েজ তা কাটিয়ে দেন। অবশেষে আক্রমণের চাপ ধরে রেখে ৭৮ মিনিটে হুইসেন গোল করে সমতা ফেরান। এলচের রক্ষণভাগের খেলোয়াড়দের কর্নার ক্লিয়ার করতে না পারার ব্যর্থতার সুযোগটা নেন তিনি।

সমতায় ফিরেও থামেনি এলচে। মির ও মার্টিন নেটো দুইজনই লিড পুনরুদ্ধারের সুযোগ পেয়েছিলেন। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে রদ্রিগেজ বক্সের ঠিক বাইরে থেকে দারুণ শটে এলচেকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ২০১৩ সালে লা লিগায় ফেরার পর এই প্রথম রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের গন্ধ পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু নাটক বাকি ছিলই।

৮৭ মিনিটে ফ্রি-কিক ক্লিয়ার করতে না পারলে বল এসে পড়ে বেলিংহামের সামনে। তিনি টোকা দিয়ে গোললাইন পার করিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় পেনিয়ার ফাউলের দাবি রেফারি আমলে নেননি।

যোগ করা সময়ের শুরুতেই হতাশা বাড়ে এলচের। এমবাপ্পেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন ভিক্টর চুস্ত। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

ম্যাচ শেষে রিয়ালের কোচ আলোনসো বলেন, ‘‘ফুটবল এমনই। ভালো একটা সময় কাটানোর পর হঠাৎ খারাপ ফল আসতেই পারে। সমালোচনা হবে, আমাদের তা মেনে নিয়েই এগোতে হবে। দল এখনো লড়াই করে যাচ্ছে, আমরা উন্নতির জায়গাগুলো দেখব। সামনে অনেক ম্যাচ আছে। আমাদের সেখানেই ফোকাস করতে হবে। আমরা ফলাফলে খুশি নই, তবে ছন্দে ফিরতেই হবে।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • চেলসির কাছে পাত্তা পেল না বার্সেলোনা
  • টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কারা
  • যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
  • মধ্যরাতে শিক্ষার্থীকে মেসে ডেকে নিয়ে নির্যাতন, প্রতিবাদে সহপাঠীদের অবস্থান
  • জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • রাজশাহীতে পুকুর ভরাট বন্ধে অভিযান, পুনঃখননের উদ্যোগ
  • পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা
  • ভারতের নয়ডায় বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশ স্কুল মাসকাট বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করুক
  • বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল