প্রেস ক্লাব এলাকায় স্বাভাবিক হয়েছে যান চলাচল
Published: 12th, October 2025 GMT
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরে গেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে চলে যান। পরে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। খুলে দেওয়া হয়েছে পল্টন থেকে কদম ফোয়ারামুখী সড়ক, যা কর্মসূচির কারণে আগে বন্ধ ছিল।
এখনো প্রেস ক্লাবের সামনে পুলিশ মোতায়েন আছে। কিছু শিক্ষক ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি।
রবিবার সকাল থেকেই শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে যানজট ও জনভোগান্তি দেখা দেয়। আন্দোলনের শুরুতে পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির এক পক্ষের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উলিপুর উপজেলা শহরে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আরো পড়ুন:
কুড়িগ্রামে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ
খুলনায় বিএনপির ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
এ সময় ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন বাতিল করে আব্দুল খালেককে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে মনোয়ন দেয় দলটি।
একই আসনে রংপুর বিভাগে দায়িত্বপ্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
মনোনয়ন পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিক্ষোভ কর্মসূচীতে আসা নেতাকর্মীরা।
ঢাকা/সৈকত/রাজীব