টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল আমিরাত, ২০ দলই চূড়ান্ত
Published: 16th, October 2025 GMT
সর্বশেষ দল হিসেবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। এ নিয়ে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০টি দলই চূড়ান্ত হয়ে গেল।
আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান ৯ উইকেটে ১১৬ রান করে। রান তাড়া করতে নেমে ১২.
এই জয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চল বাছাইয়ের সুপার সিক্সে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে আমিরাত। শীর্ষে থাকা নেপাল ও তিনে থাকা ওমানের পয়েন্টও ৬ করে। বাকি তিন দল কাতার, জাপান ও সামোয়ার ম্যাচ বাকি থাকলেও কারও পয়েন্ট ৪–এর বেশি হওয়া সম্ভব নয় বলে শীর্ষ তিন দল নিশ্চিত হয়ে গেছে আজই।
আরও পড়ুনদ্বিতীয় বিশ্বযুদ্ধ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর একজন জো বার্নস১৩ জুলাই ২০২৫২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার। এরপর ২০২৪ আসরের শীর্ষ ৭ দল (ভারত ও শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বাকি আটটি জায়গা নির্ধারণের জন্য বিভিন্ন অঞ্চলে বাছাই টুর্নামেন্ট হয়েছে। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। বাকি থাকা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের পর আজ জায়গা করে নিয়েছে আমিরাত।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলস্বাগতিক হিসেবে: ভারত ও শ্রীলঙ্কা।
২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ,
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বাছাইপর্ব খেলে: কানাডা (আমেরিকা অঞ্চল থেকে), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ থেকে), নামিবিয়া, জিম্বাবুয়ে (আফ্রিকা থেকে), নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে)।
আরও পড়ুনকেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে০২ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প র আম র ত
এছাড়াও পড়ুন:
বিইউপি ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল রোববার (৩০ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ভর্তির আবেদন আগামী ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো। যে কোনো তথ্যের জন্য হেল্প ডেস্ক নম্বরে (০৯৬৬৬৭৯০৭৯০,০১৭৬৯০২৮৫৪০, ০১৭৬৯০২৮৫৪১) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’
আরও পড়ুনমেডিকেলে ভর্তি পরীক্ষা : মানবিক গুণাবলির প্রশ্ন-১২৫ নভেম্বর ২০২৫এর আগে, গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি আবেদনের শেষ হওয়ার কথা ছিল ৩০ নভেম্বর ২০২৫।
এবার বিইউপিতে ৫টি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবুয়েটে ভর্তি পরীক্ষা, আসন ১৩০৯, আবেদন শেষ ২ ডিসেম্বর১ ঘণ্টা আগেপরদিন ১০ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আর ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫