কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন
Published: 19th, October 2025 GMT
কুমিল্লার হোমনায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মা–বাবার অভিযোগ, স্বামী ও পরিবারের লোকজন তাঁদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখেন। তাঁরা ওই ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করেন এবং পরে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
মৃত সামান্তা আক্তার (১৯) উপজেলার নয়াকান্দি গ্রামের শিপন মিয়ার স্ত্রী এবং একই গ্রামের আব্বাস মিয়ার মেয়ে। গত শুক্রবার রাতে নয়াকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে সামান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে পারিবারিকভাবে শিপন মিয়ার সঙ্গে সামান্তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সামান্তার কলহ শুরু হয়। তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে। সামান্তার মরদেহ উদ্ধারের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
সামান্তার বাবা আব্বাস মিয়া ও মা শিল্পী আক্তার অভিযোগ করেন, তাঁদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোসলেহ উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই ঘটনার খবর পায়। সন্ধ্যা সাতটার দিকে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সামান্তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এ ঘটনায় গৃহবধূর বাবা আব্বাস মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে হোমনা থানায় একটি অপমৃত্য মামলা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
সংস্কারকাজ শেষে হবিগঞ্জ-৫নং কূপ থেকে গ্যাস সরবরাহ বেড়েছে ১২ মিলিয়ন ঘনফুট
সংস্কারকাজের পর বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের আওতাধীন হবিগঞ্জ-৫নং কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়েছে ১২ মিলিয়ন ঘনফুট। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ-৫নং কূপের ওয়ার্কওভার (সংস্কারকাজ) বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহারের মাধ্যমে সফলভাবে সম্পাদন করে বুধবার ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূপটি ওয়ার্কওভার করার আগে দৈনিক কম-বেশি ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণে পানি ও বালি উৎপাদন হতো। ওয়ার্কওভার শেষে বর্তমানে এ কূপ থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট হারে ড্রাই গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
চলতি মাসের ৫ তারিখের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীন কৈলাসটিলা-১নং কূপের ওয়ার্কওভার কাজ বাপেক্সের মাধ্যমে সম্পন্ন করে দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস হারে উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া চলতি মাসে আরও তিনটি কূপের—সিলেট-১০এক্স, সিলেট-১১ ও শ্রীকাইল-৫-এর খননকাজ সম্পন্ন হবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি আরও বলেছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে বাপেক্সের মাধ্যমে আরও দুটি কূপের—বিয়ানীবাজার-২ ও সেমুতাং-১-এর ওয়ার্কওভার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনগ্যাস উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করবে ১১টি রিগ১২ নভেম্বর ২০২৫