পাবনায় রূপপুর পারমাণবিক প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার
Published: 19th, October 2025 GMT
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত একজন দোভাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম আনোয়ার আহম্মেদ (৫২)। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার নিকিম কোম্পানিতে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। এক বছর ধরে তিনি দিয়ার সাহাপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় লোকজন জানান, ভাড়া বাড়িতে তিনি স্ত্রী রিপা খাতুনকে নিয়ে থাকতেন। কিছুদিন আগে ছুটিতে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যান। তাঁকে সেখানে রেখে গতকাল বেলা তিনটার দিকে ভাড়া বাসায় ফেরেন। দিবাগত রাত ১২টার দিকে স্ত্রী তাঁকে ফোন করেন। কিন্তু তিনি ফোন না ধরলে স্ত্রী প্রতিবেশী সাবিনা ইয়াসমিন নামের এক নারীকে ফোন করে স্বামী আনোয়ার আহম্মেদের খোঁজ নিতে বলেন। প্রতিবেশী ওই নারী তাঁদের বাড়িতে গিয়ে দেখেন, আনোয়ার ঘরের মেঝেতে পড়ে আছেন। দ্রুত তিনি প্রতিবেশীদের বিষয়টি জানালে তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংস্কারকাজ শেষে হবিগঞ্জ-৫নং কূপ থেকে গ্যাস সরবরাহ বেড়েছে ১২ মিলিয়ন ঘনফুট
সংস্কারকাজের পর বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের আওতাধীন হবিগঞ্জ-৫নং কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়েছে ১২ মিলিয়ন ঘনফুট। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ-৫নং কূপের ওয়ার্কওভার (সংস্কারকাজ) বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহারের মাধ্যমে সফলভাবে সম্পাদন করে বুধবার ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূপটি ওয়ার্কওভার করার আগে দৈনিক কম-বেশি ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণে পানি ও বালি উৎপাদন হতো। ওয়ার্কওভার শেষে বর্তমানে এ কূপ থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট হারে ড্রাই গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
চলতি মাসের ৫ তারিখের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীন কৈলাসটিলা-১নং কূপের ওয়ার্কওভার কাজ বাপেক্সের মাধ্যমে সম্পন্ন করে দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস হারে উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া চলতি মাসে আরও তিনটি কূপের—সিলেট-১০এক্স, সিলেট-১১ ও শ্রীকাইল-৫-এর খননকাজ সম্পন্ন হবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি আরও বলেছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে বাপেক্সের মাধ্যমে আরও দুটি কূপের—বিয়ানীবাজার-২ ও সেমুতাং-১-এর ওয়ার্কওভার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনগ্যাস উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করবে ১১টি রিগ১২ নভেম্বর ২০২৫