নেতৃত্ব—একটি ছোট শব্দ। কিন্তু এর ভেতর লুকিয়ে আছে মানুষের মন, দৃষ্টি ও প্রভাব বিস্তারের এক বিশাল জগৎ। যুগে যুগে নেতৃত্বের ধরন পরিবর্তিত হয়েছে। কিন্তু এর মূল উদ্দেশ্য একটিই—দলকে একটি যৌথ লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়া।

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ফুটবল কোচ ও নেতৃত্বের প্রতীক ভিন্স লোম্বার্ডি বলেছিলেন, ‘লিডারস আরেন্ট বর্ন, দে আর মেড।’ অর্থাৎ ‘নেতারা জন্মগতভাবে তৈরি হন না; তাঁরা গড়ে ওঠেন।’ নেতৃত্ব একটি অর্জিত গুণ, যা মানুষ সময়ের সঙ্গে সঙ্গে চর্চা, আত্মনিয়ন্ত্রণ, দায়বদ্ধতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিকশিত করে।

কিন্তু প্রশ্ন হলো—নেতৃত্বের ধরন কি একমাত্রিক? সব সময় কি সামনে দাঁড়িয়েই নেতৃত্ব দিতে হয়, নাকি কখনো পাশে, আবার কখনো পেছন থেকেও নেতৃত্ব দেওয়া যায়? একটি কার্যকর নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর জানা অত্যন্ত জরুরি।

বৈশ্বিক নেতৃত্বচর্চার প্রেক্ষাপটে দেখা যায়, সামনে থেকে, পাশে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সুষম প্রয়োগ একটি প্রতিষ্ঠানের সংস্কৃতি ও দলের মানসিক পরিবেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তিন দিকের নেতৃত্ব নিয়েই আজকের আলোচনা।

প্রথমত, সামনে থেকে নেতৃত্ব—দৃষ্টিভঙ্গি ও উদাহরণ স্থাপনের শক্তি। যে নেতা সামনে থেকে নেতৃত্ব দেন, তিনি কেবল নির্দেশক নন, বরং একজন দৃষ্টিভঙ্গিসম্পন্ন পথপ্রদর্শক বা ভিশনারি লিডার। তিনি নিজের কাজের মাধ্যমে দেখান কীভাবে লক্ষ্য অর্জন করতে হয়। তাঁর মধ্যে থাকে উদ্ভাবনী শক্তি, সাহস ও প্রবল আত্মবিশ্বাস। এমন নেতৃত্ব দলকে অনুপ্রাণিত করে, ঐক্যবদ্ধ রাখে এবং লক্ষ্যপানে অগ্রসর করে।

এই নেতৃত্বের সুবিধা খুবই স্পষ্ট। এখানে উদ্ভাবনের সুযোগ বৃদ্ধি পায়, দলের ঐক্য দৃঢ় হয় এবং নেতা হিসেবে এক আত্মবিশ্বাসী চিত্র প্রতিষ্ঠিত হয়।

বিশ্ববিখ্যাত সেলফ মোটিভেশনাল বই দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ পিপল–এর জনপ্রিয় আমেরিকান লেখক, শিক্ষাবিদ ও নেতৃত্বদর্শনের বিশেষজ্ঞ স্টিফেন কোভি বলেছেন, ‘হোয়াট ইউ ডু হ্যাজ ফার গ্রেটার ইমপ্যাক্ট দ্যান হোয়াট ইউ সে।’ অর্থাৎ ‘তুমি যা করো, তার প্রভাব তোমার কথার চেয়েও অনেক গভীর।’

কথা অনুপ্রেরণা জোগায়, কিন্তু কর্মই বিশ্বাস সৃষ্টি করে। যাঁরা নিজেদের দলের কাছ থেকে যে মূল্যবোধ ও আচরণ প্রত্যাশা করেন, তা নিজের কাজে ধারাবাহিকভাবে প্রদর্শন করেন আসলে তাঁরাই প্রকৃত অনুপ্রেরণাদায়ী নেতা।  

নেতৃত্বের ভারসাম্যই প্রকৃত নেতৃত্বের মাপকাঠি। একজন সফল নেতা আসলে একমুখী নন। তিনি সময়, পরিস্থিতি ও দলের পরিপক্বতা অনুযায়ী নিজের নেতৃত্বের ধরন বদলাতে জানেন। যখন দলকে দিকনির্দেশনা প্রয়োজন, তখন তিনি সামনে দাঁড়ান; যখন দল শেখার পর্যায়ে, তখন পাশে বসেন; আর যখন দল পরিণত, তখন পেছন থেকে শক্তি জোগান।

তবে এর ঝুঁকিও আছে। কখনো নেতা অতিরিক্ত কর্তৃত্ববাদী হয়ে পড়তে পারেন, যা দলের মধ্যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করে। এতে অনুসারীরা পরনির্ভরশীল হয়ে পড়েন, নিজস্ব চিন্তাশক্তি হারান। এই নেতৃত্ব যুদ্ধকালীন পরিস্থিতি বা পরিবর্তনের সময় কার্যকর হলেও দৈনন্দিন দলগত কাজ বা সৃজনশীল প্রক্রিয়ায় সব সময় ফলপ্রসূ নয়।

দ্বিতীয়ত, পাশে থেকে নেতৃত্ব—সহযোগিতা ও শেখার সংস্কৃতি। পাশে থেকে নেতৃত্ব দেওয়া মানে হলো সহযোগিতামূলক ও শেখার পরিবেশ সৃষ্টি করা, যেখানে নেতা নিজেকে দলের অংশ হিসেবে দেখেন। তিনি দলের ‘ঊর্ধ্বতন’ নন, বরং একজন সহকর্মী ও সহযাত্রী। এমন নেতৃত্বে শেখানো, পরামর্শ দেওয়া ও পারস্পরিক শেখার সম্পর্ক গড়ে ওঠে।

এই ধরনের নেতৃত্বের মূল শক্তি হলো খোলামেলা যোগাযোগ, সহযোগিতা ও বিশ্বাস। এতে দলের প্রতিটি সদস্য নিজেকে মূল্যবান মনে করেন, অংশগ্রহণে আগ্রহী হন এবং একসঙ্গে শেখার সুযোগ পান। শিক্ষাপ্রতিষ্ঠান, সৃজনশীল সংস্থা বা উদ্ভাবননির্ভর প্রতিষ্ঠানে এই নেতৃত্ব সবচেয়ে কার্যকর।

তবে এরও সীমাবদ্ধতা আছে। নেতা যদি অতিরিক্ত নিরপেক্ষ বা নিষ্ক্রিয় থাকেন, তবে সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। দল বুঝতে পারে না প্রকৃত নেতৃত্ব কোথায় বা কার সিদ্ধান্ত চূড়ান্ত। ফলে দিকনির্দেশনার ঘাটতি ঘটে, যা কর্মদক্ষতাকে প্রভাবিত করে।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, যিনি তাঁর দৃঢ় নেতৃত্বের জন্য ‘আয়রন লেডি’ নামে পরিচিত, বলেছিলেন—‘ডোন্ট ফলো দ্য ক্রাউড, লেট দ্য ক্রাউড ফলো ইউ।’ অর্থাৎ ‘জনতার ভিড়ে হারিয়ে যেও না; এমন হও যেন ভিড় তোমার পথ অনুসরণ করে।’

অসাধারণ নেতারা সব সময় স্বতন্ত্র চিন্তক ও দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। তাঁরা প্রচলিত ধারা অনুসরণ করেন না; বরং নিজের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অনুযায়ী নতুন পথ রচনা করেন এবং অন্যদের সেই পথে অনুপ্রাণিত করেন।

তবু অনেক ক্ষেত্রেই পাশে থেকে নেতৃত্বই সুস্থ সাংগঠনিক সংস্কৃতির ভিত্তি তৈরি করে, যেখানে সবাই সম্মানিত বোধ করেন এবং অংশগ্রহণমূলক শেখার পরিবেশে উজ্জীবিত থাকেন।

তৃতীয়ত, পেছন থেকে নেতৃত্ব—সহানুভূতি ও দায়বদ্ধতার দর্শন। পেছন থেকে নেতৃত্ব দেওয়া মূলত সহানুভূতি, সেবা ও দায়বদ্ধতার দর্শনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি সার্ভেন্ট লিডারশিপ নামেও পরিচিত, যেখানে নেতার লক্ষ্য নিজেকে নিয়ে নয়, বরং দলের প্রতিটি সদস্যের বিকাশ ও সাফল্যকে অগ্রাধিকার দেওয়া।

এই নেতৃত্বে শাসন নয়, সহায়তা গুরুত্ব পায়। নেতার সফলতা মাপা হয় তাঁর দলের অগ্রগতিতে। ফলে দলের সদস্যরা আত্মবিশ্বাসী হন, সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলেন এবং একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সত্যিকারের নেতারা বোঝেন যে নেতৃত্ব মানে অধীনদের নিয়ন্ত্রণ করা নয় বরং তাঁদের সেবা করা, তাঁদের জন্য এমন এক সহায়ক পরিবেশ তৈরি করা, যেখানে সবার কল্যাণ, মানসিক নিরাপত্তা ও উৎকর্ষের সুযোগ অগ্রাধিকার পায়।

তবে অনেক সময় এই নেতাদের ‘নরম’ বা ‘দুর্বল’ হিসেবে দেখা হয়, কারণ তাঁরা সব সময় অন্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেন। ফলে সিদ্ধান্ত গ্রহণে কখনো ধীরগতি দেখা দিতে পারে। তবু দীর্ঘ মেয়াদে এই নেতৃত্ব একটি সংগঠনের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে—বিশেষ করে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা বা সামাজিক খাতে এটি সবচেয়ে কার্যকর নেতৃত্বের ধরন।

নেতৃত্বের ভারসাম্যই প্রকৃত নেতৃত্বের মাপকাঠি। একজন সফল নেতা আসলে একমুখী নন। তিনি সময়, পরিস্থিতি ও দলের পরিপক্বতা অনুযায়ী নিজের নেতৃত্বের ধরন বদলাতে জানেন। যখন দলকে দিকনির্দেশনা প্রয়োজন, তখন তিনি সামনে দাঁড়ান; যখন দল শেখার পর্যায়ে, তখন পাশে বসেন; আর যখন দল পরিণত, তখন পেছন থেকে শক্তি জোগান।

কারণ, নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়; নেতৃত্ব মানে মানুষকে বোঝা, ক্ষমতায়িত করা এবং তাঁদের সম্ভাবনাকে বিকশিত হতে সাহায্য করা। একজন প্রকৃত নেতা জানেন—কখন আলোয় আসতে হয়, আর কখন অন্যকে আলোয় তুলে দিতে হয়।

আজকের পরিবর্তনশীল পৃথিবীতে নেতৃত্ব মানে শুধু দৃশ্যমান ক্ষমতা নয়; বরং কখন সামনে দাঁড়াতে হবে, কখন পাশে বসতে হবে, আর কখন নীরবে পেছন থেকে সহায়তা করতে হবে—এই প্রজ্ঞাই প্রকৃত নেতৃত্বের আসল মাপকাঠি।

এম এম মাহবুব হাসান ব্যাংকার, উন্নয়ন গবেষক ও লেখক
ই–মেইল: [email protected]

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক ত ন ত ত ব ন ত ত ব র ধরন এই ন ত ত ব শ খ র পর ই প রক ত ক র যকর সহয গ ত সব সময় যখন দল দল র প লক ষ য পর ব শ অন প র তখন প

এছাড়াও পড়ুন:

শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতাল নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও সনাক্ত হয়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, “আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, করেই বিকট শব্দে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার আশঙ্কা বেশি।”

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজনের মরদেহ আমরা উদ্ধার করি। এছাড়া হাসপাতালে আরো দুজন মারা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা যাচ্ছিল।”

ঢাকা/বেলাল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • হাসলে কি অজু ভেঙে যায়
  • সৌদি আরবে শান্তি আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান
  • অবকাঠামো বৈষম্য ও প্রবেশাধিকার সমতা 
  • ইচ্ছা না থাকলেও ১৫ বছর পর যে টুর্নামেন্টে খেলবেন কোহলি
  • সব খাবারে কি কারও অ্যালার্জি হতে পারে?
  • আসিম মুনির: পাকিস্তানের নতুন ‘সুলতান’
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া
  • মুসলিম সভ্যতায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া
  • মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ আহত ১৫
  • শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫