চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা ৪০
Published: 22nd, October 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরে ৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৩ নভেম্বর।
পদের নাম ও বিবরণ১. ভোজনালয় সহকারী
এ এফ রহমান হল
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২.
প্রহরী
এ এফ রহমান হল
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩. পাচক
এ এফ রহমান হল
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/–
৪. সর্টার
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০/–
৫. অর্ডালী পিয়ন
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৬. মালী
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৭. টেকনিশিয়ান হেলপার (ইলেকট্রিক্যাল)
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/–
৮. ফিটার
পদার্থবিজ্ঞান বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০/–
আরও পড়ুনকোন চাকরি সত্যিই ভালো—যাচাই করুন ৫ মানদণ্ডে২১ অক্টোবর ২০২৫৯. ব্লু–প্রিন্টার
প্রকৌশল দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/–
১০. পাম্প সহকারী
প্রকৌশল দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/–
১১. নমুনা সংগ্রহকারী
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/–
১২. নার্সারি সহকারী
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
১৩. অফিস পিয়ন
হিসাববিজ্ঞান বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
১৪. সহকারী অপারেটর (ইলেকট্রনিকস)
সমাজবিজ্ঞান অনুষদ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
১৫. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
প্রাণিবিদ্যা বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
আরও পড়ুন৫০০ টাকা, ৫%, ৭.৫%, শেষে ১৫%—শিক্ষকেরা কত টাকা বেশি পাবেন১৭ ঘণ্টা আগে১৬. নমুনা সংগ্রহকারী
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/–
১৭. ওয়ার্কশপ টেকনিশিয়ান
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/–
১৮. বার্তাবাহক
গ্রন্থাগার দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০/–
১৯. অফিস পিয়ন
গ্রন্থাগার দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২০. ক্লিনার
গ্রন্থাগার দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২১. ঝাড়ুদার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২২. অফিস পিয়ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২৩. বাস কন্ডাক্টর
পরিবহন দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০/–
২৪. অফিস পিয়ন
মার্কেটিং বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২৫. ঝাড়ুদার
মার্কেটিং বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পরিসংখ্যান বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২৭. মালী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২৮. অফিস পিয়ন
ফিন্যান্স বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
২৯. অফিস পিয়ন
ম্যানেজমেন্ট বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
আরও পড়ুনপ্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ, পরীক্ষা ১০০ নম্বরে২০ অক্টোবর ২০২৫৩০. ভোজনালয় সহকারী
শাহ আমানত হল
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩১. লাউঞ্জ বয়
বিজ্ঞান অনুষদ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩২. টেবিল বর
বিজ্ঞান অনুষদ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩৩. ভোজনালয় সহকারী
শাহজালাল হল
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩৪. হেলপার
সি. বি. প্রেস
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩৫. প্রহরী
নিরাপত্তা দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩৬. অফিস পিয়ন
উপাচার্য দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩৭. অর্ডালী পিয়ন
উপাচার্য দপ্তর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
৩৮. অফিস পিয়ন
ব্যবসায় প্রশাসন অনুষদ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/–
আরও পড়ুনসোনালী-অগ্রণী-কৃষি-রূপালীসহ ১১ ব্যাংক নেবে সিনিয়র অফিসার, পদ ১০১৭০৮ অক্টোবর ২০২৫আবেদনের নিয়মচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা চবি ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে এক কপি নমুনা ফরম সংগ্রহ করে ১৩ নভেম্বরের মধ্যে অফিস চলাকালে (সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা ৩০ মিনিট) ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে। ১ (এক) কপি দরখাস্ত গ্রহণ করা হবে না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ বলে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো।
আবেদনের ঠিকানাপ্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আবেদন ফি৩০০ টাকা (ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার)
আবেদনের শেষ সময়১৩ নভেম্বর ২০২৫
*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এসএসসির পর একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা–মেয়ে, ফলে এগিয়ে বাবা
নাটোরের লালপুরে মেয়ে হালিমা খাতুনের (১৮) সঙ্গে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন বাবা আবদুল হান্নান (৪৩)। ফলাফলে মেয়েকে ছাড়িয়ে গেছেন বাবা। জিপিএ-৪.৩ নিয়ে পাশ করেছেন আবদুল হান্নান। অন্যদিকে তাঁর মেয়ে হালিমা পেয়েছেন ৩.৭১।
আবদুল হান্নান ও হালিমা লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। হান্নান রাজশাহীর বাঘা উপজেলার কাকড়ামারি কলেজ থেকে এবং তাঁর মেয়ে হালিমা লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা অংশ নেন। এর আগে ২০২৩ সালে একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেন তাঁরা।
হালিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমার জন্মের আগেই আমার বাবা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু পাস করতে পারেননি। পরে ঘটনাটি জানার পর ধরেই নিয়েছিলাম, বাবা পড়ালেখায় ইতি টেনেছেন। কিন্তু ২০২৩ সালে বাবা কাউকে না জানিয়ে আবার এসএসসি পরীক্ষা দিতে বসলে ঘটনাটি আমাদের পরিবারে তো বটেই, দেশে আলোচিত হয়। এরপর বাবা পড়ালেখায় আরও সিরিয়াস (সচেতন) হন। সংসারের কাজের ফাঁকে ফাঁকে তিনি আমার সঙ্গেই পড়ালেখা করেছেন। পরীক্ষা দিয়ে আমার চেয়েও ভালো ফল করেছেন। আমি এতে মন খারাপ করিনি। বরং বাবার ফল আমাকে আরও ভালো করার উৎসাহ জুগিয়েছে।’
পড়ালেখার প্রতি নিজের আগ্রহের কথা প্রকাশ করে আবদুল হান্নান জানান, ছোটবেলা থেকে তিনি পড়ালেখায় ভালো ছিলেন। কিন্তু অভাবের সংসারে পড়ালেখার জন্য তেমন পরিবেশ পাননি। ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিশেষ কারণে অকৃতকার্য হন। পরিবারের প্রয়োজনে পড়ালেখা ছেড়ে গোপালপুর রেলগেটে চায়ের দোকান দিয়ে বসেন। এরপর বিয়ে করে সংসারী হন। কিন্তু মনের মধ্যে শিক্ষিত হওয়ার আগ্রহ দমে যায়নি। মেয়ের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করার সময় হঠাৎ নিজেরও পরীক্ষায় বসার ভাবনা আসে। কাউকে না জানিয়ে তাই নিজেই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। পরীক্ষার সময় হঠাৎ বিষয়টি জানাজানি হয়। তখন আবারও অকৃতকার্য হওয়ার দুঃস্বপ্ন ভর করে।
একটু থেমে আবদুল হান্নান বলেন, তবে সৃষ্টিকর্তা নিরাশ করেননি। এসএসসি পাস করেন। এরপর প্রকাশ্যে পড়ালেখা শুরু করেন। রাজশাহীর বাঘা উপজেলার কাকড়ামারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন। মেয়ের সঙ্গে বসে পড়ালেখা করতে থাকেন এবং শেষে কাঙ্ক্ষিত ফলও পান। ফলাফলে মেয়েকে টপকে যাওয়ার ঘটনা অপ্রত্যাশিত হলেও তিনি বিস্মিত হননি। এ বিষয়ে তিনি বলেন, ‘পড়ালেখা যখন নতুন করে শুরু করেছি, তখন শেষ পর্যন্ত (মাস্টার্স) পড়বই। চাকরি করার বয়স হয়তো থাকবে না। তাতে কিছুই আসে–যায় না। আমি এই সমাজের একজন উচ্চশিক্ষিত নাগরিক হয়ে বেঁচে থাকতে চাই।’
আবদুল হান্নানের ভাবনা ইতিবাচক বলে মন্তব্য করেছেন নাটোরের জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী। তিনি বলেন, শিক্ষালাভের কোনো বয়স নেই। আবদুল হান্নান তাঁর মেয়ে হালিমা খাতুনের সঙ্গে এইচএসসি পাস করে এ কথা প্রমাণ করেছেন। তিনি চাকরির জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য পড়ছেন। এটা সমাজের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ। তাঁদের উভয়কেই অভিনন্দন।