জোট গঠন করবে না জামায়াত: শফিকুর রহমান
Published: 5th, November 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না, তবে সমঝোতা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি।
আরো পড়ুন:
বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী
জাবির সহকারী অধ্যাপক ড.
জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।” আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলেও জানান তিনি।
সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, “বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তারা একটু সম্মান চান। আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পারছি না।”
শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফর করছেন।
ঢাকা/নূর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিষিদ্ধ দুষ্কৃতকারীদের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে। কার্যক্রম নিষিদ্ধ দুষ্কৃতকারীরা যেন কার্যক্রম চালাতে না পারে, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার।”
তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ দল অনেক সময় অনেক গুজব রটাবে সামাজিক যোগাযোগমাধ্যমে, এটি সম্পর্কে আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। যারা জামিনে মুক্তি পাচ্ছেন, তারা যদি অন্যায় করেন; তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”
আরো পড়ুন:
দক্ষিণ এশীয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান উপদেষ্টার
‘নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে’
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদিকদের এসব বলেন তিনি।
নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা ছিল। পাশাপাশি গাজীপুরের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “নির্বাচন নিয়ে কতগুলো ফ্যাক্টর রয়েছে, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন সব অপপ্রচার ও চেষ্টা বিফলে যাবে। আরেকটি হলো- যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের একটা ভূমিকা ও নির্বাচন কমিশনের একটা ভূমিকা রয়েছে। সবার সম্মিলিত চেষ্টা থাকলে নির্বাচনে কোনো সমস্যা হবে না।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পাশ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, তবে আপনাদের (সাংবাদিকেরা) সত্য ঘটনা প্রকাশ করায় তাদের গুজব অনেকটা কমেছে। তারা মিথ্যা তথ্য রটালে সেটি প্রতিহত করার আপনারা সঠিক মাধ্যম।”
মতবিনিময় উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
ঢাকা/রেজাউল/মাসুদ