নিজের গোঁড়া সমর্থক রিপাবলিকান আইনপ্রণেতা মারজোরি টেলর গ্রিন থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। গ্রিন সম্প্রতি ট্রাম্পের বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার রাতে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি সেরা অঙ্গরাজ্য জর্জিয়ার কংগ্রেসওম্যান মারজোরি টেলর গ্রিন থেকে আমার সমর্থন ও অনুমোদন প্রত্যাহার করে নিচ্ছি।’

ট্রাম্প মিথ্যাচার করছেন: গ্রিন

পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি গ্রিনকে কেবল ‘অভিযোগ, অভিযোগ আর অভিযোগ’ করতে দেখেন। তিনি জানান, তাঁদের মধ্যকার সংঘাত শুরু হয়, যখন তিনি গ্রিনের সঙ্গে একটি জরিপের তথ্য বিনিময় করেন। ওই জরিপে উঠে আসে, তাঁর সমর্থন ছাড়া সিনেট বা গভর্নর পদে নির্বাচনে জেতার তেমন সুযোগ নেই গ্রিনের। আর তাঁকে সমর্থন দিতে ইচ্ছুক নন ট্রাম্প।

রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, গ্রিনের নির্বাচনী এলাকার রক্ষণশীল ভোটাররা হয়তো দলীয় প্রাইমারিতে তাঁর একজন প্রতিদ্বন্দ্বী বেছে নেওয়ার কথা ভাবছেন। আগামী বছর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে তিনি (ট্রাম্প) গ্রিনের বিরুদ্ধে সঠিক প্রার্থীকেই সমর্থন দেবেন।

গ্রিন এত দিন সরাসরি ট্রাম্পের সমালোচনা এড়িয়ে চলতেন। ট্রাম্পের পোস্টের জবাবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তিনি (ট্রাম্প) কেবলই আমাকে আক্রমণ করলেন এবং আমার সম্পর্কে মিথ্যা বললেন।’

জর্জিয়া একটি নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন মারজোরি টেলর গ্রিন। ২০২৪ সালে মার্চে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন দলকে জনগণ আর ভোট দেবে না: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে জনগণ আর ভোট দেবে না।’’

শুক্রবার (১৫ নভেম্বর)  বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে জনসভায় তিনি এ কথা বলেন। বিএনপির সরকারের সময় দেশ টিআইবির দুর্নীতি বিষয়ক সূচকে তিনবার শীর্ষে ছিল। 

আরো পড়ুন:

পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার 

বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আলোচনা করে কাদিয়ানিদের বিষয়ে সিদ্ধান্ত: সালাহউদ্দিন

বিএনপিকে উদ্দেশ করে ডা. তাহের বলেন, “সংস্কারকে প্রত্যাখ্যান মানে দেশে আবারো ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের দরজা খুলে দেওয়া।” 

তিনি দাবি করেন, ‘‘বিএনপি বড় দল হলেও জনগণের কাছে তাদের জনপ্রিয়তা আর নেই; বর্তমানে দেশের মানুষের আস্থা জামায়াতে ইসলামীকেই ঘিরে।’’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হত্যা-লুটপাটের রাজনীতি আর হবে না। সব দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করবে।’’ 

এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, “বিএনপি করা আপনার ব্যক্তিগত অধিকার, তবে এলাকার উন্নয়নের জন্য ভোট দেবেন আমাকে।”

এ সময় গুনবতী ইউনিয়ন জামায়াতের আমীর ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকির সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।
 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ