সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা চাঁদাবাজি করে এমন মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চিটাগংরোডস্থ ডাচ্বাংলা ব্যাংকের সামনে এই মানববন্ধন করা হয়। পরে চিটাগংরোড থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে মৌচাক বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

মানবন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সে বিএনপির সকল নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দিয়েছে এমনকি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোকজনকে চাঁদাবাজ বলেছেন। এসব বেফাস মন্তব্য করায় বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি খুন্ন হয়েছে বলে দাবি করেন।

তারা আরও বলেন, আমরা চাই‘না আওয়ামী লীগের মতো বিএনপি মানুষের কাছে হাঁসি ঠাট্টার পাত্র হোক। যে লোক বিএনপির কেন্দ্রীয় নেতা ও তার কর্মীদের চাঁদাবাজ বলে, তার কোন অধিকার নেই মনোনয়ন পাওয়ার। তাকে দল থেকেও বহিষ্কার করতে হবে।

তাছাড়া মান্নানের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই সংসদ নির্বাচনের জন্য। তাহলে সে কীভাবে মনোনয়ন পায়? এসময় বিএনপির নেতাকর্মীরা মান্নান অনুসারীদের সোনারগাঁও জুড়ে চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্যকারী উল্লেখ করেন। তাই অবিলম্বে মান্নানকে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থীতা বাতিল করার জোর দাবি জানান তারা।

এসময়ে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য শহীদ উল্লাহ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, থানা ছাত্র দলের সাবেক সভাপতি এ.

কে হীরা প্রমূখ।

উপস্থিতি ছিলেন থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি ডিএইচ বাবুল, সেলিম মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা, জাসাস মহানগরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন ত কর ম র ব এনপ র স

এছাড়াও পড়ুন:

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবিতে মানববন্ধন

১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

বেরোবিতে যৌন হয়রানিকারীদের স্থায়ী বহিষ্কার দাবি

সাংবাদিক শামছুলের বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত জিডি প্রত্যাহার দাবি

মানববন্ধনে গণিত বিভাগের কম্পিউটার অপারেটর এ কে এম কামরুল হাসান বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা অপানি বৈষম্যবিহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রকল্প হাতে নিয়েছেন। কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকলে দুর্নীতি না, এর চেয়ে ভয়ংকর কিছু করতে বাধ্য হব। আমাদের যদি দুর্নীতিমুক্ত রাখতে চান তাহলে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করেন।”

তিনি আরো বলেন, “আপনারা যদি কর্মচারীদের এভাবে দাবিয়ে রাখেন তাহলে দেশ অচল হয়ে যাবে। সবসময় দেশ দুর্নীতিতে প্রথম হবে। দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য দেশের কর্মচারীদের একটি মানসম্মত পে-স্কেল দিতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে।”

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাসুদ আলম বলেন, “কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা পে কমিশন গঠন করেন এবং বাংলাদেশের পেশাজীবী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। তখন থেকেই আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের দাবি জানিয়েছেন, ১৫ ডিসেম্বর এর মধ্যেই আমরা একটি প্রজ্ঞাপন চাই। কিন্তু এই সরকার আমাদের সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছেন নানা রকম অজুহাতে।”

নবম পে-স্কেল বাস্তবায়নে প্রহসন চলছে অভিযোগ করে তিনি আরো বলেন, “নবম পে-স্কেল আমাদের প্রাণের দাবি। কমিশন গঠন করেছেন আপনারা, নতুন স্বপ্ন দেখিয়েছেন আপনারা। নতুন পে-স্কেল আপনারাই বাস্তবায়ন করবেন।”

গত জুলাই মাসে নতুন পে কমিশন গঠন করা হয় এবং এই কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তবে অর্থ উপদেষ্টা জানান, এখন হচ্ছে না নতুন পে স্কেল। এ বিষয়ে সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচিত সরকার।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি
  • চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ
  • হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতির ডাক
  • পোড়া ভোজ্যতেল সড়কে, মোটরসাইকেল পিছলে পড়ার হিড়িক
  • পদোন্নতি-নিয়োগ নিয়ে অসন্তোষ, আজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন
  • ফতুল্লায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে রিয়াদ চৌধুরীর নির্দেশে বিক্ষোভ
  • সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে নতুন উপজেলার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
  • পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবিতে মানববন্ধন
  • সিদ্ধিরগঞ্জে দুই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা