বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ
Published: 10th, November 2025 GMT
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন ব্যাগ ও আইডি কার্ড রেখে অফিস থেকে রেবিয়ে যান তিনি।
তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ১৯ ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে সরকার বিবেচনা করতে পারে: বাংলাদেশ ব্যাংক
‘নভেম্বরেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, গতকাল রবিবার (৯ নভেম্বর) উপপরিচালক নাঈম রহমান অফিসে এসেছিলেন। বেলা ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হয়ে এখনো নিখোঁজ রয়েছেন। মোবাইল ট্র্যাকিং থেকে জানা যায়, বেলা ১২ টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। ওই সময় তার সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর সায়েদাবাদ। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন।
নাঈম তার পরিবারের একমাত্র ছেলে। এ ঘটনায় নাঈমের পরিবারের পক্ষ থেকে তার মা সাজ্জাদা রহমান জলি মিরপুর থানায় জিডি করেছেন। জিডি নম্বর ১১১৭। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
ঢাকা/নাজমুল/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিষ্টির শিরায় তেলাপোকা, চট্টগ্রামে নামী দোকানকে জরিমানা
মিষ্টির শিরায় মিশে রয়েছে নানা ধরনের পোকামাকড়। ওপরে ভাসছে তেলাপোকার পাখা। চট্টগ্রামের একটি নামী মিষ্টির দোকানের কারখানার চিত্র এটি। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ দৃশ্য ধরা পড়ে। পরে এই দোকানকে জরিমানা করে অধিদপ্তর।
ওই মিষ্টির দোকানটির নাম হাইওয়ে সুইটস। নগরের লালখান শাখায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে এ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেব নাথ।
অধিদপ্তর সূত্র জানায়, একই অভিযানে নগরের লালখান এলাকার ওরেগানো মোনাফা ভান্ডারি মার্কেট নামক একটি দোকানে মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রি করায় ১০ হাজার টাকা, নিউ প্রিন্স হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ৪ হাজার টাকা এবং পণ্যের মোড়কবিধি লঙ্ঘন করায় মুক্তি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ১ লাখ ৭৪ হাজার টাকা।
জানতে চাইলে অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাইওয়ে সুইটসে মিষ্টির শিরায় তেলাপোকা দেখা গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে আরও ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।