টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬
Published: 16th, January 2025 GMT
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটকেরা হলেন- মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), জসিম উদ্দিন (২১), মো. বুখার উদ্দিন (৩০), মো. শফিক উদ্দিন (২০) ও মো.
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল আশিকুর রহমান মাদকসহ ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি নাফ নদীর মোহনা দিয়ে সাগর পথে মাদক পাচার ও মানব পাচার ঠেকাতে বিজিবি নজরদারি বাড়ায়। সোমবার রাতে টেকনাফ সাগরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, কিছু গাঁজা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক হওয়াদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে জব্দকৃত মাদক, মোবাইল ফোন এবং নৌকাটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে মাদকসহ গ্রেপ্তার ১৪ মামলার আসামি
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ডিএইচপি সড়ক থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার গ্রামের হেলাল মাতবরের ছেলে ওয়াসিম মাতবর (৫২), কালিকাপুর এলাকার চুন্নু মাতবরের ছেলে আরমান মাতবর (২৬) এবং ছিলারচর নয়াকান্দি গ্রামের জালাল মুন্সির ছেলে সজিব মুন্সি (৩০)।
আরো পড়ুন:
সিলেটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, পরে কারাদণ্ড
খাগড়াছড়িতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
পুলিশ জানিয়েছে, ওয়াসিম মাতবরের নামে ৮টি এবং আরমান মাতবরের নামে ১৪টি মাদক মামলা আছে। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ফাঁদ পেতে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বুধবার রাত ১০টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
ঢাকা/বেলাল/রফিক