জকসু নির্বাচনের জন্য বন্ধ থাকবে লাইব্রেরি
Published: 19th, November 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে বলে জানা গেছে।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ছেলে এজিএস প্রার্থী, নির্বাচনী দায়িত্বে বাবা
জকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হল সংসদে ২৪৯ মনোনয়ন জমা, চলছে বাছাই
বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে। শিক্ষার্থীরা ৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত শর্ত মেনে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।
শর্ত অনুযায়ী, ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা ২০২৫ এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলা বিধিও অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কেউ যদি এই বিধি লঙ্ঘন করেন বা আইন-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জকস জকস ব যবহ র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ ক্লাব লিঃ নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন
আলহাজ বদিউজ্জামান বদু আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬।
উক্ত নির্বাচনেসভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি ও জেলা যুবদলের সাবেক নেতা বদিউজ্জামান বদু।
বুধবার ১৯ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচন কমিশনার চেয়াম্যান আনিসুল ইসলাম সানির কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। আগামী ২৩ নভেম্বর মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হবে।